অমৃতসর: পঞ্জাবের জালন্ধর পশ্চিম আসনে বিপুল ভোটে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। বিজেপির শীতল অঙ্গুরল রিঙ্কুকে প্রায় সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে হারালেন তিনি। ২০২২ সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কু বিজেপিতে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল৷ এ বার সেই রিঙ্কু লড়েন বিজেপির টিকিটে। তবে তাঁকে হারতে হল আপ প্রার্থীর কাছে৷
পঞ্জাবে উপনির্বাচনে জয়ী কেজরীওয়ালের দল, হারতে হল দলবদলু বিজেপি প্রার্থীকে
অমৃতসর: পঞ্জাবের জালন্ধর পশ্চিম আসনে বিপুল ভোটে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। বিজেপির শীতল অঙ্গুরল রিঙ্কুকে প্রায় সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে…