নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। তাঁর ‘বান্ধবী’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা, ৭৯ লক্ষ টাকার সোনা, ৫৪ লক্ষ টাকার বিদেশ মুদ্রা। এই খবরে শুধু বাংলা নয়, গোটা দেশে চাঞ্চল্য। বিশেষত রাজ্যের মন্ত্রী গ্রেফতার হওয়ার পর ইডির তৎপরতা নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ আরও টাকা উদ্ধার হবে বলে অনুমান। কিন্তু দেশে কত এমন মামলা করেছে ইডি? কতজন গ্রেফতার হয়েছে? এই তথ্য কিন্তু কার্যত চমকে দেবে।
আরও পড়ুন: প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল! আপনারটা হল না তো
সোমবার লোকসভায় এই ইস্যুতে একটি প্রশ্ন তোলা হয় লোকসভায়। লিখিত সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, গত ১৭ বছরে (২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ) আর্থিক দুর্নীতির অভিযোগে মোট ৫ হাজার ৪২২ টি মামলা করেছে ইডি। এতগুলি মামলার মধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ২৩ জন! শুনতে অবাক লাগলেও এই তথ্যই দিচ্ছে কেন্দ্র। আরও জানান হয়েছে, গত ১০ বছরে আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় সবচেয়ে বেশি মামলা হয়েছে ২০২০-’২১ অর্থবর্ষে। মোট ১ লক্ষ ০৪ হাজার ৭০২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে ৯৯২ টি মামলায় চার্জশিট দাখিলে ওই ২৩ জন গ্রেফতার হয়েছে।
শুধুমাত্র এই তথ্যই যথেষ্ট চাঞ্চল্যকর নয়। জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে পিএমএলএ আওতায় মামলার সংখ্যা ছিল ৯৮১ টি। যেখানে ২০১৩-’১৪ অর্থবর্ষে সেই সংখ্যাই ছিল ২০৯ টি। তবে ২০২১-’২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ হাজার ১৮০ টি।