‘দু’মুখো জীবন যাপন করছেন বিজেপি নেতারা’, রাহুলকে সমর্থন তৃণমূল সাংসদের!

‘দু’মুখো জীবন যাপন করছেন বিজেপি নেতারা’, রাহুলকে সমর্থন তৃণমূল সাংসদের!

নয়াদিল্লি: সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কাঠমান্ডুর একটি বিখ্যাত পানশালায় নাইট আউটে ব্যস্ত সোনিয়া পুত্র। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে একাধিক প্রশ্ন তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন একের পর এক বিজেপি নেতা। এমনকি কংগ্রেস দল যখন চরম সংকটের মুখে, তখন রাহুল গান্ধী নিজের আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত বলেও গুরুতর অভিযোগের আঙুল তোলা হয়েছে তাঁর দিকে। এমতাবস্থায় কংগ্রেস যুবনেতার পাশে এসে দাঁড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ধারালো কথা এবং জোরালো আক্রমণের জন্য বরাবরই প্রসিদ্ধ এই সাংসদ। এবার এই তৃণমূল সাংসদকেই রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে সওয়াল করতে দেখা গেল। 

মঙ্গলবার সকাল থেকেই রাহুল গান্ধীর পানশালার ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও শেয়ার করেই যখন একের পর এক জোরালো আক্রমণ করেছেন  বিজেপি নেতারা তখন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা টুইট করে বলেন, ‘পৃথিবীর কোন আইনে লেখা রয়েছে যে কোনও রাজনৈতিক নেতা বন্ধুর বিয়েতে গিয়ে, কিংবা ব্যক্তিগত ছুটি কাটানোর সময় পানশালায় যেতে পারবেন না। বিজেপি নেতারা সব বিষয়ে মাথা গলানো বন্ধ করুন। তাঁরা নিজেরাও টিপটে বিয়ার ঢেলে খেয়ে দুমুখো জীবনযাপন করেন।’ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের বিরুদ্ধে এই জোরালো আক্রমণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর সমর্থনেও বহু মানুষকে বিজেপি নেতাদের বিরুদ্ধে গলা চড়াতে দেখা গিয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী নেপালে গিয়েছেন তাঁর এক সাংবাদিক বন্ধুর বিয়ে উপলক্ষে। সাংবাদিক সুমনিমা উদাসের বিয়ের আসর বসেছে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত পাঁচতারা ম্যারিয়ট হোটেলে। আপাতত সেখানেই রয়েছেন সোনিয়াপুত্র। এর মধ্যেই মঙ্গলবার রাতে কাঠমান্ডুর একটি বিখ্যাত নাইট ক্লাবে তাঁকে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও। এরপরই রাহুলের ওপর চড়াও হন বিজেপি নেতারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =