‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে মিলল রামলালার দর্শন, আচার-অনুষ্ঠানে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী

‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে মিলল রামলালার দর্শন, আচার-অনুষ্ঠানে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী

34983eaa916509b6df1c3ec0b2b4d128

অযোধ্যা: ১২টা বেজে ৩০ মিনিট৷ অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷  উন্মোচিত হল রামের বিগ্রহ৷ শ্রীরামের দর্শন পেলেন লাখ লাখ ভক্ত।

 

গর্ভগৃহে সোনার মুদ্রা দিয়ে রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী সহ অন্যান্য আচার্যরা৷ মঙ্গল ঘটের সামনে রাখা রূপোর কোষাকুশি। বিগ্রহের সামনে পাতা আসনে বসে দুই যজমান৷ মুখ্য যজমান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশে রাখা আসনে বসে পুজো সারলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।  প্রাণ প্রতিষ্ঠ শেষে নিজের হাতে আরতি সারলেন নমো৷ চারিদিকে বেজে উঠল শঙ্খধ্বনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *