নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর

নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর

নয়াদিল্লি:  শুরু হতেই উত্তাল সংসদের বাদল অধিবেশন৷ ফোনে আড়ি পাতা থেকে কোভিড অতিমারি, মূল্যবৃদ্ধি, জ্বালানির দাম ও কৃষক আন্দোলন নিয়ে অধিবেশনের শুরু থেকেই হইচই শুরু করেন বিরোধী নেতারা৷ বাদল অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন,  কোভিড ১৯ নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সুষ্ঠ আলোচনা চায় সরকার৷ আপনারা কড়া প্রশ্ন করুন৷ কিন্তু জবাব দেওয়ার সুযোগটাও দিতে হবে৷ কিন্তু এদিন মন্ত্রিসভায় নতুন সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী হাউজের পরিচয় করানোর সময়ই চেঁচামেচি শুরু হয়৷ বিরোধিতা করেন রাজনাথ সিং৷ এরপর দুপুর ২টো পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকসভা৷ 

আরও পড়ুন- সাইকেলে চেপে সংসদে তৃণমূল, চোখা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী

এদিন প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেছিলেন এবার সংসদে উৎসাহ ও উদ্দীপনা থাকবে৷ কারণ বহু মহিলা ও দলিত সমাজের প্রতিনিধিকে মন্ত্রিসভার অংশ করা হয়েছে৷ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করানোর সময় তিনি বলেন, কৃষি ক্ষেত্র ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিরাও মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন৷ কিন্তু সেই সময় চিৎকার শুরু হলে মোদী বলেন, হয়তো অনেকেই দেশের মহিলা , ওবিসি ও কৃষক ঘরের সন্তানকে মন্ত্রী হিসাবে দেখে খুশি নন৷ সে কারণেই তাঁদের সঙ্গে পরিচয় করাতে দেওয়া হচ্ছে না৷ 

আরও পড়ুন- ‘পেগাসাস’-এ ‘হ্যাক’ একাধিক নেতা, সাংবাদিকদের ফোন, প্রশ্নের মুখে কেন্দ্র

এদিকে তৃণমূল একাধিক ইস্যুতে আলোচনার জন্য লোকসভা এবং রাজ্যসভায় নোটিশ দিয়েছে৷ সেগুলি হল- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কৃষি আইন, কোভিড ভ্যাকসিন, অর্থনৈতিক বৃদ্ধি হ্রাস ও পিএমল্যাড ফান্ড৷  এদিকে অধিবেশন শুরু আগে ফোনে আড়ি পাতা নিয়ে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী৷ একাধিক বিরোধী নেতানেত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতিদের ফোন হ্যাক করার খবর প্রকাশিত হওয়ার পরেই একহাত নেন তিনি৷ রাহুল বলেন, ‘‘আমরা জানি তিনি কী পড়ছেন৷ আপনার ফোনে সবকিছু৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =