বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ, খুনের হুমকি, গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ, খুনের হুমকি, গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

লখনউ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ৷ গ্রেফতার মাদ্রাসার শিক্ষক৷ ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বরেলি শিসগড়ের পুলিশ৷ 

আরও পড়ুন- চিনের নতুন অবদান বার্ড ফ্লু! মৃত্যুর হার ৫০%, অতিমারি আতঙ্কে ভুগছে মানুষ

জানা গিয়েছে বছর চারেক আগে উত্তরপ্রদেশের বরেলি জেলার শিসগড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন ওই ছাত্রী। সেখানে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর৷ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়৷ প্রথমে তাঁরা  একসঙ্গেই পড়াশোনা করতেন। পরে ওই যুবক মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব পায়৷ অভিযোগ, মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব পাওয়ার পরেই ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে৷ এর পর নানা অছিলায় ওই ছাত্রীকে বারবার নিজের বাড়িত ডেকে আনত এবং তাঁর ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করতে থাকে ওই শিক্ষক। যার জেরে ওই ছাত্রী একসময় গর্ভবতীও হয়ে পড়েন। সেই খবর জানানার পরেই  তাঁকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে তাঁর প্রেমিক। দিনের পর দিন প্রেমিকের এই আচরণ আর সহ্য করতে পারেননি ওই ছাত্রী। লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার পরেই পরিবারকে সবটা জানিয়ে দেন তিনি৷ 

আরও পড়ুন- যেন রূপকথা! লম্বা চুলে মোহময়ী অনুষ্কা, জানেন কত ফুট লম্বা তাঁর চুল?

মেয়ের মুখে সবটা জানার পরেই থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার৷ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান বলেন, ওই শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন ছাত্রীটি। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন তাঁর ভালোবাসার সুযোগে ইচ্ছার বিরুদ্ধে বারবার যৌনসম্পর্ক তৈরি করেছে ওই শিক্ষক৷ এই অত্যাচার সহ্য করতে না পেরে মুখে খোলেন তিনি৷ এমনকী ওই ছাত্রী আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর যে দিন তিনি প্রেমিকের বাড়িতে যান, সেদিন তাঁকে প্রাণে মেরে ফেরার হুমকিও দেয় ওই শিক্ষক৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 13 =