মুম্বইয়ে ‘বঙ্গভবনে’র প্রস্তাব! রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ মমতার

মুম্বইয়ে ‘বঙ্গভবনে’র প্রস্তাব! রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ মমতার

মুম্বই:  সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে গিয়ে মুম্বইয়ে ‘বঙ্গভবন’ তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তিনি৷ কারণ চিকিৎসার স্বার্থে বাংলা থেকে বহু ক্যান্সার আক্রান্ত মানুষ মুম্বই পাড়ি দেন৷ সেখানে তাঁদের থাকার যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য মহারাষ্ট্র সরকারের কাছে জমি চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ যাতে রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীরা কম খরচে মুম্বইয়ে থাকতে পারেন৷ 

আরও পড়ুন- ওয়াসিম রিজভি এখন হলেন জিতেন্দ্র নারায়ণ সিং!

জানা গিয়েছে, বঙ্গভবনের জমির জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে কথা বলেছেন মমতা৷ শিবসেনার মুখপত্র ‘সামনা’য় সে কথা জানিয়েছেন দলীয় নেতা সঞ্জয় রাউত৷ মমতার দাবি একেবারে ন্যায্য বলেই মনে করেন তিনি৷ প্রসঙ্গত, মুম্বই গেলেও অসুস্থতার জন্য উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা হয়নি মমতার৷ বরং তাঁর কথা হয় আদিত্য ঠাকরের সঙ্গে৷ সেই সময়েই বঙ্গভবনের কথা তোলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ বঙ্গ ভবনের জন্য জমিও চান৷ জানান, মুম্বইয়ে আসা বাংলার ক্যান্সার আক্রান্ত রোগীদের থাকার জন্যই বাণিজ্যনগরীতে বঙ্গভবন তৈরি করতে চান তিনি৷ 

বঙ্গভবন প্রসঙ্গে দলের মুখপত্র ‘সামনা’-য় সঞ্জয় রাউত লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একেবারেই অযৌক্তিক নয়। মুম্বইয়ে ওড়িশা ভবন, উত্তরপ্রদেশ ভবন রয়েছে। স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের। দুই রাজ্যের মধ্যে একটা মানবিক সম্পর্কও রয়েছে। যা রক্ষা করাটাও আমাদের কর্তব্য৷” প্রসঙ্গত, প্যারেল এলাকায় ওড়িশা ভবন, উত্তরপ্রদেশের পাশাপাশি  মধ্যপ্রদেশে, মেঘালয়, উত্তরাখণ্ড ও অসম ভবনও রয়েছে মহারাষ্ট্রে৷ কিন্তু সেখানে জমি পাওয়াটা বেশ কঠিন৷ জমির দরও চড়া৷ ফলে বঙ্গভবনের জন্য কোথায় জমি পাওয়া যায়, সেটাই দেখার বিষয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =