BJP-কে হারানোর ক্ষমতা রাখেন মমতা, বৈঠক সেরে বললেন কমলনাথ

BJP-কে হারানোর ক্ষমতা রাখেন মমতা, বৈঠক সেরে বললেন কমলনাথ

নয়াদিল্লি:  ২০২৪-কে পাখির চোখ করে গুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেল ৪টেয় রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক৷ জিএসটি, ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর৷ তার আগে কংগ্রেস নেতা কমলনাথের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন তিনি৷ 

আরও পড়ুন- CAA নিয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার! সংসদে দেওয়া হল ব্যাখ্যা

বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হল? কমলনাথ জানান, তাঁধের মধ্যে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি নিয়ে৷ মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা, কণ্ঠরোধের যে রাজনীতি চলছে সেই সকল বিষয় নিয়েই কথা হয়েছে৷ তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক৷ তরুণ বয়স থেকে পরিচয়৷ মমতাজিও যুব কংগ্রেসে ছিলেন৷ আমি ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷ উনি শুধু বিজেপিকে পরাজিতই করেননি৷ দেশকে একটা বার্তা দিতে উনি দিল্লিতে এসেছেন৷’’ তবে ২০২৪-এর লোকসভা ভোটের রণকৌশল নিয়ে তাঁক সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেই জানান কমলনাথ৷ তিনি বলেন, এই বিষয়ে কথা বলবেন সোনিয়া গান্ধী৷ 

আরও পড়ুন- ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ! স্বস্তি বাড়ছে দেশে

তবে কি আগামী দিনে জোটের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ প্রসঙ্গ কমলনাথ বলেন, এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে৷ তবে বিজেপি’কে হারানোর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রসঙ্গত, আগামীকাল সকালেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো৷  ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন মমতা। সংসদের বর্ষাকালীন অধিবেশনের মাঝেই সোমবার দিল্লি পৌঁছন তিনি৷ আর রাজধানীতে পা রেখেই দেখা করেন জৈন-হাওয়ালা কাণ্ড ফাঁস করা সাংবাদিক বিনীত নারায়ণের সঙ্গে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =