শিলং: সোমবার প্রথম বার মেঘালয়ে সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যে এই সফরে একাধিক কর্মসূচি আছে তা আগেই জানা গিয়েছিল। সেই অনুযায়ী কাজও শুরু করেছেন তিনি। এদিন শিলঙে ২২ নভেম্বর বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় তৃণমূল পর্যবেক্ষক মানস ভুঁইয়া, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপ।
আরও পড়ুন- প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, ফের শহরে আতঙ্ক
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখরোয় বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সাক্ষাতের পর শিলঙে সেন্ট্রাল লাইব্রেরিতে যান মমতা এবং যাওয়ার পথে তাঁকে আবারও এক অন্য রূপে দেখা যায়। মেঘালয় সংস্কৃতির পরিচিত ঢোল বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া সেখানে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গেও কথা বলেন তিনি। আসলে ২০২৩ সালের শুরুর দিকেই ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই রাজ্যের নির্বাচনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সংগঠনের বিষয়টি চাক্ষুষ করতেই এই রাজ্য সফর করেছেন মমতা।
উল্লেখ্য, ২২ নভেম্বর মেঘালয় ও অসম সীমান্তের পশ্চিম জয়ন্তীয়া এলাকায় কাঠের চোরাচালান রুখতে গিয়ে বাধা পেয়ে গুলি চালিয়েছিলেন বনকর্মীরা। তাতে অসম-মেঘালয় সীমানায় ৬ জন মারা যান। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
