সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে কৌশল বৈঠক, জোট নিয়ে আশাবাদী মমতা

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে কৌশল বৈঠক, জোট নিয়ে আশাবাদী মমতা

নয়াদিল্লি:  আর কিছুক্ষণের মধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধীও৷ ২০১৮ সালের ২৮ মার্চ দিল্লিতে শেষবার মুখোমুখি হয়েছিলেন সোনিয়া-মমতা৷ কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠকের আগে জোট নিয়ে আশা প্রকাশ করলে তৃণমূল সুপ্রিমো৷

আজ বিকেলে ১০ জনপথে মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী৷ তার আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট নিয়ে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বিজেপি’র বিরুদ্ধে জোট হোক, সেটা সোনিয়া গান্ধীও চান৷ তাঁর কথায়, বর্তমান যা পরিস্থিতি, তাতে দেশ বাঁচাতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে৷ কিন্তু মোদী বিরোধী এই আন্দোলনের মুখে কে হবেন? তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ তবে এই বিষয়ে মমতার বক্তব্য, কে মুখ হবে তা পরে ভেবে দেখা হবে৷ কিন্তু দেশের পরিস্থিতি শোচনীয়৷ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে৷ গণতন্ত্র ধ্বংসের মুখে৷ বিরোধী দলগুলিকে ভয় দেখানো হচ্ছে৷ এই ভয় ভীতির পরিবেশ থেকে সবার আগে দেশকে রক্ষা করতে হবে৷ এর জন্য নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে৷ এই লড়াইয়ের মধ্যে দিয়েই বিরোধী মুখ উঠে আসবে৷ তিনি নিজেও একজন কর্মী হিসাবে কাজ করতে চান বলেও জানান মমতা৷

দিল্লিতে গিয়ে দফায় দফায় বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো৷ কিন্তু সকলে একত্রে বসে বৈঠক হওয়ার কোনও পরিকল্পনা নেই৷ এর কারণ হিসাবে মমতা বলেন, বর্তমানে কোভিড পরিস্থিতি চলছে৷ তাছাড়া সংসদের অধিবেশনও বসছে৷ এই পরিস্থিতিতে একজোট হয়ে বৈঠক করার ক্ষেত্রে সমস্যা রয়েছে৷ তবে তিনি আশাবাদী পরবর্তী সময় যখন দিল্লিতে আসবেন তখন বাকি নেতাদের সঙ্গেও কথা হবে৷ বিজেপি বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হবে৷ কিন্তু রাজ্য সিপিএমের সঙ্গে তৃণমূলের সমীকরণ কী হবে? এর জবাবে মমতা বলেন, রাজ্য সিপিএমকে আগে ঠিক করতে হবে, কে তাঁদের প্রধান শত্রু৷ তাঁর কথায়, গোটা দেশে অলিখিত জরুরি ব্যবস্থা চলছে৷ এই অবস্থায় একজোট হওয়া ছাড়া উপায় নেই৷ আঞ্চলিকদলগুলি জোটবদ্ধ হলে একক বিজেপি’র চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =