সফরের আগেই উত্তপ্ত গোয়া, ছেঁড়া হল মমতার ফ্লেক্স-ছবি

সফরের আগেই উত্তপ্ত গোয়া, ছেঁড়া হল মমতার ফ্লেক্স-ছবি

পানাজি:   মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই গোয়ায় উত্তেজনা৷ একাধিক জায়গায় তৃণমূল নেত্রীর ছবি ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ প্রতিবাদে রাজ্যপালের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ বিজেপি’র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির৷ 

আরও পড়ুন- চ্যালেঞ্জই মূল মন্ত্র! অরুণাচল-চিন সীমান্তে অতন্দ্র প্রহরায় ক্যাপ্টেন সারিয়া 

গোয়ার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ এতে ক্ষতি হচ্ছে গোয়ার স্থানীয় ভেন্ডারদের৷ কেন রাজ্যের ভেন্ডরদের ক্ষতি করা হচ্ছে? টুইটে খোঁচা দেন তিনি৷ রাজ্যপালের কাছে নালিশ জানানো হবে বলে জানিয়েছেন সৌগত রায়৷ তিনি বলেন, ‘‘আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি৷ আমাদের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করবে৷ ফ্লেক্স ছেঁড়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে কালি দেওয়া হয়েছে৷ এর পিছনে রয়েছে বিজেপি৷ তবে কন্ট্রাকটারকেই এটা সারাই করে দিতে হবে৷ আমরা কনট্রাক্টরদের বলেছি, তোমরা এটা করেছ৷ এবার তোমরাই রিপেয়ার করবে৷ গোয়ার মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাবে৷’’ 

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে ভরাডুবি ভারতের, হামলার শিকার কাশ্মীরি পড়ুয়ারা

প্রসঙ্গত বুধবারই পশ্চিমী রাজ্য গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা থেকে আকাশ পথে গোয়ার দূরত্ব ১,৭০০ কিলোমিটার৷ সড়ক পথে দূরত্ব ২,২০০ কিলোমিটার৷ বিস্তর ফারাক রয়েছে ভাষা-সংস্কৃতিতে৷ কিন্তু এবার তৃণমূলের নজর রয়েছে সেই রাজ্যেই৷ অনেকেই মনে করছেন মমতার গোয়া সফরেই তৃণমূলের সাবালক হওয়ার শুরু৷ ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে গঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ তবে থেকে এই প্রথম এত দূরে কোনও রাজ্যের জমি দখলে এই ধরনের সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + one =