বাবাকে মারের প্রতিশোধ! ভর দুপুরে এক ব্যক্তিকে গুলি, ধৃত চার নাবালক

বাবাকে মারের প্রতিশোধ! ভর দুপুরে এক ব্যক্তিকে গুলি, ধৃত চার নাবালক

নয়াদিল্লি: ভয়ঙ্কর! প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন৷ এক ব্যক্তিকে গুলি করে পালল চার নাবালক৷ দিল্লির জহাঙ্গিরপুরী এলাকার ঘটনা৷ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই আতকে উঠেছে নেটিজেনরা৷ 

আরও পড়ুন – ‘দ্রৌপদী মুর্মুকে সম্মান করি কিন্তু…’ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় ঘোষণা আপ-এর

ওঅ ফুটেজে দেখা গিয়েছে, হাঁটু মুড়ে বসে রয়েছেন এক ব্যক্তি। তাঁর সামনে সোজা হেঁটে আসে চার নাবালক৷ তার পর একদম কাঠ থেকে ওই ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে চম্পট দেয় তারা। সংবাদ সংস্থা এএনআই ওই ধটনার ফুটেজ টুইট করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, হাঁটু মুড়ে বসে থাকা ওই ব্যক্তির দিকে স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে আসছিল চার নাবালক। আচমকা তাদের মধ্যে এক জন পকেট থেকে পিস্তল বের করে সোজা ওই ব্যক্তির মাথায় ঠেকায়৷ তারপর গুলি করে পালায় সে৷ দৌড়ে পালায় তার তিন সঙ্গীও৷ 

সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই ওই চার নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সাত মাস আগে ওই চার নাবালকের এক জনের বাবাকে মারধর করেন ওই ব্যক্তি। তার প্রতিশোধ নিতে ওই ব্যক্তির উপর এভাবে চড়াও হয়েছিল চার নাবালক৷