ইম্ফল: অশান্তি থামছে না মণিপুরে। লাগাতার হামলার ঘটনা সামনে আসছে এবং তাতে রাজ্যের সাধারণ মানুষের অবস্থা আরও কাহিল হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি বার্তাও এতদিনে কোনও কাজে লাগেনি বরং হামলা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই। পাশাপাশি চলছে অস্ত্র লুটের চেষ্টা, বিক্ষোভ। এই অবস্থায় দাঁড়িয়ে আবার জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে হল। এবার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, অশান্তি না বন্ধ করলে এবার ফল ভুগতে হবে।
কয়েক দিন আগেই উন্মত্ত একদল জনতা আচমকা সেনা শিবিরে ঢুকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের নিয়ন্ত্রণে আনতে এবং ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এরপরেই অশান্তি আরও বেশি করে ছড়িয়ে পড়ে মণিপুরে। এদিকে জানা গিয়েছে, সোমবারই বিক্ষোভকারীদের গুলিতে গুরুতর আহত হন এক সেনা জওয়ান। সেনা ছাউনির কাছে পাঁচটি বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জঙ্গিরা যদি হামলা না থামায়, সংঘর্ষবিরতি মেনে না চলে, তাহলে ফল ভুগতে হবে। একই সঙ্গে তিনি মেতেই জনতাকেও হাতে অস্ত্র না তুলে নিতে অনুরোধ জানান। অনেকের অনুমান, ‘জঙ্গি’ বলতে তিনি কুকি জনজাতিকে বুঝিয়েছেন কারণ তাঁর বার্তায় কুকিদের নাম আসেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হাইকোর্টের নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ? মনোনয়ন পেশে থানাকে সাহায্য! | bengal panchayat election 2023″ width=”789″>
প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যেই একাধিক এলাকায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে রাজ্যের বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলা থেকে নতুন করে অশান্তির খবর আসতে থাকে। বিক্ষিপ্তভাবে সমস্ত এলাকায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী টহল দিচ্ছে। তাদের ওপরও একাধিকবার হামলা করা হয়েছে।