নয়াদিল্লি: গরু পাচার মামলায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারি। বীরভূমের তৃণমূল নেতাকে আগেই দিল্লি নিয়ে গিয়েছে ইডি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁর হিসাবরক্ষক মনীশ কোঠারি সহ আরও অনেককে। সূত্রের খবর, মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় মণীশ কোঠারিকে। সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন- অস্কার মঞ্চে দীপিকার সাজে মুগ্ধ গোটা বিশ্ব, কিন্তু নায়িকার ঘাড়ের ট্যাটুতে এ কার নাম!
অনেক জটিলতার পর গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সেখানে তাঁকে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় জেরা করেছে তারা। তাঁর কন্যা সুকন্যাকেও দিল্লিতে তলব করা হয়েছিল। তবে শুধু তাঁকে নয়, অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ বেশ কয়েক জনকেও তলব করে ইডি। অনুমান ছিল অনুব্রতর মুখোমুখি বসিয়েই জিজ্ঞাসাবাদ হবে তাদের। আপাতত মনীশের ক্ষেত্রে সেটাই হয়েছে বলে ইডি সূত্রে খবর। তাই এই গ্রেফতারি যে অনুব্রত মণ্ডলের চাপ আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বুধবার অনুব্রত – সুকন্যা মুখোমুখি জেরা? Will ED conduct Anubrata-Sukanya face-to-face interrogation?” width=”853″>
জানা গিয়েছে, মণীশের বয়ানে অসঙ্গতি মিলেছে। সে কারণেই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। মঙ্গলবারই ইডি তলবে সাড়া দিয়ে দিল্লি গিয়েছিলেন মণীশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু তাঁর আসল কাজ কী ছিল? জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ছাড়াও বীরভূমের বহু বড় ব্যবসায়ীর অ্যাকাউন্টের দায়িত্ব ছিল মণীশের কাঁধে। কিন্তু মূলত তৃণমূল নেতার সঙ্গে কাজ করেই তিনি নিজের প্রতিপত্তি বাড়ান।