আগরতলা: ত্রিপুরার ভোট নিয়ে সকাল থেকেই উত্তাপ ছড়িয়ে রয়েছে। শুরু থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিযোগ বাড়তে শুরু করেছে। আর বিরোধীরা একযোগে নিশানা করছে শাসক দল বিজেপিকেই। বিভিন্ন বুথে ছাপ্পা, মারধরের অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। এদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৩৪ শতাংশ ভোট পড়ে গিয়েছে রাজ্যে।
আরও পড়ুন- বাগ্দান সেরে বন্ধুদের সঙ্গে হুল্লোড়, নাচগান! তারপরেই নিকিকে খুন করে সাহিল
এই ভোটে বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। তাদের বক্তব্য, জায়গায় জায়গায় হামলার শিকার হচ্ছেন বিরোধী প্রার্থীরা। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এক বুথে হামলার শিকার হয়েছেন এক সিপিআই সমর্থক। এছাড়া একাধিক বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, একই সঙ্গে ছাপ্পা দেওয়ার অভিযোগও তোলা হচ্ছে। ত্রিপুরার ৬০টি আসন ভোটগ্রহণ চলছে। মোট ৩ হাজার ৩৩৭ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১ হাজার ১০০টি ‘স্পর্শকাতর’ আর ২৮ ভোটগ্রহণ কেন্দ্রকে ‘অতি স্পর্শকাতর’ বলে ঘোষণা করা হয়েছে। তাই উত্তেজনা যে সৃষ্টি হতে পারে তার আন্দাজ ছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধনীতম প্রার্থীর দৌড়ে কোন দল রয়েছে এগিয়ে? Property details of candidates” width=”835″>
অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন আগে থেকেই করেছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক সকালেই জানিয়েছিলেন যে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। কিন্তু বিক্ষিপ্ত এই অশান্তির ঘটনা স্বাভাবিকভাবে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
