ওষুধ নিম্নমানের! দেশের একাধিক প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল হতে পারে

ওষুধ নিম্নমানের! দেশের একাধিক প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল হতে পারে

নয়াদিল্লি: রোগের কোনও শেষ নেই। আর রোগ নিরাময়ে ওষুধের কোনও বিকল্প নেই। কিন্তু এই ওষুধের ওপরই যদি ভরসা কমতে থাকে তখন? পরিস্থিতি আগামী দিনে এমন আসতেই পারে কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে দেশে তৈরি হচ্ছে নিম্নমানের ওষুধ। আর তা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর মিলেছে, একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল হতে চলেছে। আর এই মুহূর্তে বহু কোম্পানিকে শোকজ নোটিশও পাঠানো হয়েছে।

আরও পড়ুন- সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রীকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! পঞ্চায়েত নির্বাচন নিয়ে টেনশনে তৃণমূল?

দেশীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ কিছু কম নেই সাম্প্রতিক সময়ে। কাশির ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধে প্রাণঘাতী ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে বলেও দাবি উঠেছে। আবার ভারতের তৈরি ওষুধ খেয়ে বিদেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে চাপে পড়েছিল কেন্দ্রীয় সরকার। এবার দেশের মধ্যেই গুচ্ছ অভিযোগ। সেই প্রেক্ষিতে মোট ২৬টি ফার্মাসিউটিকাল কোম্পানিকে শোকজ করা হয়েছে বলে খবর, আর ১৮টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ৭৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঘুরে দেখবে।