করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, শনিবার বাতিল বহু ট্রেন

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, শনিবার বাতিল বহু ট্রেন

f0b7eb55586b7c49455a849a9281682f

নয়াদিল্লি: শুক্রবার রাতে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ওড়িশায়। ইতিমধ্যেই জানা গিয়েছে, মৃতের সংখ্যা ২৩৩ এবং আহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সারারাত ধরে উদ্ধারকাজ চলার পর ভোর থেকে সেই কাজের গতিও বেড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য আধিকারিকরা। এই দুর্ঘটনার জেরে আজ বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে দক্ষিণভারতগামী একাধিক ট্রেন বাতিল হয়েছে। 

বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস সহ কমপক্ষে ৩৩ টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। এই ট্রেনগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য ট্রেন হল, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, বালাসোর-ভুবনেশ্বর, জলেশ্বর-পুরী, কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী-সাঁতরাগাছি স্পেশাল, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস, হাওড়া-SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস সহ একাধিক।