মানসিক হেনস্তা, ইন্ডিগোকে নোটিশ পাঠিয়ে ২৫ লক্ষ টাকা দাবি কুণালের

মানসিক হেনস্তা, ইন্ডিগোকে নোটিশ পাঠিয়ে ২৫ লক্ষ টাকা দাবি কুণালের

মুম্বই: মানসিক হেনস্তার অভিযোগ তুলে ইন্ডিগোর কাছে আইনি নোটিশ পাঠাল কৌতুকশিল্পী কুণাল কামরা। তিনি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানা গিয়েছে।  এই আইনি নোটিশে জানানো হয়েছে, ইন্ডিগোর হেনস্তার জেরে তিনি মানসিক যন্ত্রণা ভোগ করছেন। তার ক্ষতিপূরণ হিসেবে তিনি এই অর্থ দাবি করেছেন বলে জানানো হয়েছে। 

পাশাপাশি কুণাল কামরা জানিয়েছেন, ইন্ডিগো কর্তৃপক্ষ তাঁর বিমানে যাতায়াতের ওপর বিধি নিষেধ আরোপ করেছে। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয়, তার দাবি করেছেন তাঁরা। পাশাপাশি তিনি জানিয়েছেন, সেদিন যা হয়েছিল অনিচ্ছাকৃত। তার জন্য পাইলট ও অন্যান্য কর্মীদের কাছে তিনি ক্ষমাও চান বলে জানা গিয়েছে। 

কুণাল আরও জানান, এই ঘটনার পরেই, তিনি দেখেন মিডিয়ার মাধ্যমে তার নাম খবরের শিরোনামে চলে এসেছে। আর এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডিগোর পাশাপাশি স্পাইস জেটও ছয়মাসের জন্য বিমানে যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করে। এর জন্য তিনি অপমানিত। মানসিকভাবে বিপর্যস্ত।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ইন্ডিগোর বিমানে ভ্রমণ করার সময়ে এক সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ ওঠে কুনাল কামরার বিরুদ্ধে।  এদিকে এই ঘটনার পরেই ইন্ডিগোর পক্ষ থেকে কুণালের বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জারি করা হয়। ছয় মাসের জন্য কুণাল কামরা ইন্ডিগো বিমানে যাতায়াত করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 15 =