তৃতীয় ঢেউ ‘অনিবার্য’, উদ্বেগের মধ্যেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে সতর্ক করল কেন্দ্র

তৃতীয় ঢেউ ‘অনিবার্য’, উদ্বেগের মধ্যেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে সতর্ক করল কেন্দ্র

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দিশেহারা হয়ে উঠেছিল গোটা দেশ৷ সঙ্কট মোকাবিলার দীর্ঘ দিন পর বিদেশের কাছ থেকে সাহায্যের হাত পাততে হয় ভারতকে৷ এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ কিন্তু জনগণের ঢিলেঢালা মনোভাব ফের উদ্বেগ বাড়াচ্ছে৷ কারণ বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী৷ কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না৷ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ 

আরও পড়ুন- কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর! রাহুল সাক্ষাতের পরেই জল্পনা তুঙ্গে

দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছু কমতেই যে ভাবে রাস্তাঘাটে বা পর্যটনকেন্দ্র গুলিতে ভিড় বাড়ছে তাতে আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ বাড়ছে উদ্বেগ৷ করোনা প্রকোপ কিছুটা কমতেই শুরু হয়ে গিয়েছে আনলক প্রক্রিয়া৷ এর মধ্যে জনবহুল এলাকায় মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ৷ ঠিক মতো মানা হচ্ছে না কোভিড বিধি৷ গণপরিবহণে যাবতীয় বিধিনিষেধ শিকেয় উঠেছে৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে সতর্ক করা হল৷ চিঠি পাঠানো হয়েছে কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতেও৷ 

আরও পড়ুন- ২৩% বাড়ল দেশের দৈনিক সংক্রমণ! আবারও উদ্বেগ বাড়ছে করোনায়

কেন্দ্রের এই চিঠিতে হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কনটেইনমেন্ট জোনগুলিতে আরও কড়া বিধিনিষেধ আরোপ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। যে সব জায়গায় কোভিড বিধি মানা হচ্ছে না সেখানে আইন প্রয়োগ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দোকানপাট, বাজার, মল, রেস্তরাঁ,  বাসস্টপ, স্টেশনের মতো জনবহুল এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন হলে দায়ী থাকবেন দায়িত্বে থাকা অফিসারেরা। জনবহুল এলাকাগুলিতে বিধি নিষেধ সম্পূর্ণভাবে বহাল করার বিষয়ে জেলা প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি চিঠিতে টিকাকরণ,  ট্র্যাকিং এবং পরীক্ষার উপরে জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =