শ্রীনগর: ফের জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত জম্মু ও কাশ্মীর৷ জঙ্গলের মধ্যে লুকিয়ে নিশানা করল সেনা গাড়িকে। অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। মোক্ষম জবাব দেয় সেনাবাহিনীও। গুলির লড়াইয়ে দু’জন সেনাকর্মী আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর। এদিকে, সামনেই জম্মু-কাশ্মীরে ভোট৷ অমরনাথ যাত্রা শেষ হলেই ভোট ঘোষণা করা হতে পারে৷ এরই মধ্যে গত দু’দিনে দ্বিতীয় বার জঙ্গি হামলা ঘটল জম্মু ও কাশ্মীরে।
উত্তপ্ত উপত্যকা, সেনাগাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা, পাল্টা জবাব বাহিনীর! আহত দুই জওয়ান
শ্রীনগর: ফের জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত জম্মু ও কাশ্মীর৷ জঙ্গলের মধ্যে লুকিয়ে নিশানা করল সেনা গাড়িকে। অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। মোক্ষম জবাব দেয় সেনাবাহিনীও।…