গায়ে শুধুই অন্তর্বাস, অর্ধনগ্ন হয়ে ট্রেনের কামরায় দাপিয়ে বেড়ালেন বিধায়ক!

গায়ে শুধুই অন্তর্বাস, অর্ধনগ্ন হয়ে ট্রেনের কামরায় দাপিয়ে বেড়ালেন বিধায়ক!

পাটনা:  গায়ে নেই জামা-প্যান্ট৷ শুধুমাত্র অন্তর্বাস পরেই ট্রেনের মধ্যে এ মাথা-ও মাথা ঘুরে বেরাচ্ছেন বিধায়ক৷ তাঁর এই কীর্তি দেখে চক্ষু ছানাবড়া যাত্রীদের৷ শুধু অন্তর্বাস পরে ট্রেনের মধ্যে ঘোরাঘুরিই করেননি বিধায়ক, অভিযোগ, যাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহারও করেছেন তিনি৷ রীতি মতো ভয় দেখিয়েছেন৷ গুলি করার হুমকি দিয়েছেন৷  

আরও পড়ুন- দেশের মোট আক্রান্তের সিংহভাগই একটি রাজ্যের! চিন্তা মৃত্যুতেও

বৃহস্পতিবার পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল৷ সেখানেই এই কাণ্ড করেন তিনি৷ তাঁর অন্তর্বাস কীর্তির দুটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে তাঁকে অর্ধনগ্ন অবস্থায় ট্রেনের কামরায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে৷ গোপাল মণ্ডলের এক সহযাত্রী বলেন, ‘‘এই ভাবে ট্রেনের কামরায় ঘুরতে দেখে তাঁর নামে রেলের কাছে আমরা অভিযোগ জানিয়েছিলাম৷ কিন্তু তখন জানতাম না উনি বিহারের বিধায়ক৷ একজন বিধায়ক হয়ে এই ধরনের অভব্য আচরণ করা মোটেই উচিত নয়৷’’ তিনি আরও জানান, ওই বিধায়ককে একাধিক বার সতর্ক করার চেষ্টা করেছিলেন যাত্রীরা৷ কিন্তু তিনি কোনও কথাই কানে তোলেননি৷ 

গোপাল

আরও পড়ুন- জাতীয় পশু করা হোক গরুকে, দেওয়া হোক মৌলিক অধিকার, মত হাইকোর্টের

এদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গোপাল মণ্ডল৷ তিনি বলেন, ‘‘আমার পেটের সমস্যা হয়েছিল৷ বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল৷ সেই কারনেই জামা-কাপড় খুলে রেখেছিলাম৷’’ পরে অবশ্য যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনের অন্য কোচে সরিয়ে দেওয়া হয় বিধায়ক গোপাল মণ্ডলকে৷ বিধায়কের এক বন্ধুর কথায়, গোপালের ডায়াবেটিস আছে৷ ট্রেনে উঠে শরীর খারাপ হয়েছিল তাঁর৷ জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =