#Budget2022: সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার, দাম কমছে গয়না-পোশাকের

#Budget2022: সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার, দাম কমছে গয়না-পোশাকের

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে টালমাটাল অথর্নীতি, বেকারত্ব, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করলেন তিনি৷ বাজেটে সাধারণ মানুষের ঝুলিতে কী আসে, তা দেখার অপেক্ষায় ছিল দেশবাসী৷ কেন্দ্রীয় বাজেটে দাম কমল বেশ কিছু জিনিসের৷ এর মধ্যে রয়েছে মোবাইল ফোন-চার্জার, পোশাক, জুতো, চামড়ার দ্রব্য ও হিরের গয়নার৷ হিরে ও রত্নে কাস্টম ডিউটি ৫ শতাংশ কমানো হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ 

আরও পড়ুন- #Budget2022: নজরে PM গতিশক্তি, ৪০০টি অত্যাধুনিক বন্দে ভারত ট্রেনের পরিকল্পনা

এছাড়াও দাম কমানো হয়েছে কৃষি উপকরণের৷  কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দিতে নতুন প্রকল্পও আনা হয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় বাজেটে কর্ম সংস্থানের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে দেশে। গত দুই বছরে বেকারত্ব নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই প্রেক্ষিতে এই ঘোষণা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =