ইউক্রেন নিয়ে আলোচনায় জোর, বৈঠকে মোদী-বাইডেন

ইউক্রেন নিয়ে আলোচনায় জোর, বৈঠকে মোদী-বাইডেন

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত আলোচনাই চেয়েছে। এখনও পর্যন্ত নয়াদিল্লি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি বরং কিছুদিন আগেই রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাত-আলোচনা হয়েছে মোদীর। প্রথম থেকেই এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। তারা ভারতকেও হুঁশিয়ারি দিতে ছাড়েনি। কিন্তু এখন এই দুই দেশ ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছে। কিছুটা হলেও সুর নরম করেছে আমেরিকা।

আরও পড়ুন- চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা, বিক্ষোভে জ্বলছে দেশ, কী ভাবে এই পরিণতি?

জানা গিয়েছে, আজ ভারত এবং আমেরিকা বৈঠক করতে চলেছে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ভার্চুয়ালি এই বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সম্পর্কেও এই বৈঠকে আলোচনা করা হতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে কিঞ্চিৎ উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল ভারত-আমেরিকা সম্পর্কে। সেই প্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের ভিত আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে ভারত এবং আমেরিকা। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই বৈঠক হতে চলেছে টু-প্লাস-টু। মোদীর তরফে এই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাইডেনের পক্ষ থেকে থাকবেন মার্কিন প্রতিরক্ষা সচিব এবং মার্কিন সেক্রেটারি। তবে এর আগে আলাদা বৈঠক সারবেন মোদী-বাইডেন।

কিছুদিন আগেই অর্থনৈতিক চাপে পড়ে ভারতকে নয়া প্রস্তাব দিয়েছিল পুতিন প্রশাসন। জলের দরে ভারতের কাছে তেল বিক্রি করতে চায় তারা। তবে এই ইস্যুতে ক্ষুব্ধ আমেরিকা ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছিল তখন। রাশিয়া থেকে তেল কিনলে ফল ভুগতে হবে, এমনই ‘হুমকি’ এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। তাদের বক্তব্য, রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করলে তার ফল ভুগতে হবে নয়াদিল্লিকে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চরম ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। তারা একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =