আন্তর্জাতিক যোগ দিবসে যোগা অ্যাপ চালু মোদীর

আন্তর্জাতিক যোগ দিবসে যোগা অ্যাপ চালু মোদীর

নয়াদিল্লি: আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসেই একটি যোগব্যায়াম অ্যাপ্লিকেশন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার, ২১ জুন  আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসেই এই অ্যাপ যাত্রা শুরু করেছে৷ 

এই অ্যাপটিকে ‘যোগ সে সহযোগ তক’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে৷ অ্যাপটির নাম রাখা হয়েছে এমযোগা। প্রধানমন্ত্রী বলেন, ‘এই অ্যাপ্লিকেশন বিশ্বজুড়ে পাওয়া যাবে এবং অনেক ভাষাভাষির মানুষ এর দ্বারা উপকার পাবেন৷’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুও এই অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে নানা ধরনের যোগ প্রশিক্ষণের ভিডিও থাকবে। করোনা সংক্রমণের জন্য এবারের অনুষ্ঠান শুধু টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে।

এমযোগা নামের অ্যাপটি সম্পর্কে আরও জানা গিয়েছে যে, যোগচর্চা করতে বাড়ির যে কোনও জায়গায় এটি রাখা যাবে। ব্যবহারকারীরা তাঁদের ইচ্ছামতো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এতে ভিডিও এবং অডিওর মাধ্যমে নানা ভাষায় যোগচর্চা করানো হবে। অ্যাপটি তৈরি করার সময় ১২ থেকে ৬৫ বছরের প্রত্যেক ব্যবহারকারীর কথা মাথায় রাখা হয়েছিল৷ অ্যাপটি বানানোর সময় প্রাচীন যোগবিজ্ঞানের সাহায্য ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে৷ এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই অ্যাপটির সঙ্গে চুক্তি করেছে। এছাড়াও আরও অনেক সংস্থাই ইতিমধ্যে এই অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷ যেমন-আয়ুর্বেদ, যোগা, ন্যাচরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি চিকিৎসা সংস্থা৷ 

এই অ্যাপ্লিকেশন ব্যবকার করবেন যাঁরা, তাঁদের থেকে কোনও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে না। শুধু প্রত্যেক দিন ১২ থেকে ৬৫ বছরের সব ব্যবহারকারীকে যোগব্যায়াম সম্পর্কে নানা পরামর্শ দেওয়া হবে। বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি ইংরেজি, হিন্দি এবং ফ্রেঞ্চ (French) ভাষায় চালু করা হয়েছে। তবে জাতিসংঘের অন্যান্য ভাষাগুলিতেও এই অ্যাপে যুক্ত করার কাজ চলছে। আগামী দিনে সেই সব ভাষাও এতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =