প্রজাতন্ত্র দিবসেও ‘কৌশলী’ নমো,নেতাজির মতো টুপি পরে ভোটমুখী রাজ্যকে বার্তা!

প্রজাতন্ত্র দিবসেও ‘কৌশলী’ নমো,নেতাজির মতো টুপি পরে ভোটমুখী রাজ্যকে বার্তা!

 

নয়াদিল্লি:  প্রজাতন্ত্রদিবসের অনুষ্ঠানে নেতাজি ট্যাবলো নিয়ে তরজায় জড়িয়েছে কেন্দ্র-রাজ্য৷ মামলা গড়িয়েছে আদালতে৷ তবে কেন্দ্র বারবার দাবি করেছে নেতাজি শুধু বাংলার নয়, সমগ্র ভারতের গর্ব৷ প্রজাতন্ত্রদিবসের অনুষ্ঠান জুড়েও নেতাজির ছোঁয়া৷  প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধানমন্ত্রীকেও দেখা গেল নেতাজির টুপিতে! থুরি, নেতাজির টুপি নয়, নেতাজির টুপির মতো উত্তরাখণ্ডের টুপিতে৷ টুপিতে লাগানো ব্রহ্মকমল ফুল৷ কিন্তু এক ঝলকে দেখলে তা নেতাজি টুপি বলেও ভুল হতে পারে৷ 

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের ইতিহাসের আড়ালে লুকনো রয়েছে বহু অজানা তথ্য, সেগুলি জানেন কি?

শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ে এদিন দেখা যায় মণিপুরের গামছা৷  উল্লেখ্য, আগামী মাসেই ভোট রয়েছে উত্তরাখণ্ড ও মণিপুরে৷ ভোটের আবহে নমোর এই পোশাক নির্বাচন ভোট কৌশলের অঙ্গ হিসাবেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷  গণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনাতেই এদিন প্রধানমন্ত্রী পৌঁছে যান ন্যাশনাল ওয়ার মেমরিয়ালে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের সকল শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা করেন মোদী-রাজনাথ।  শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়ার মেমোরিয়ালে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী ও রাজনাথ সিং পৌঁছে যান রাজপথে।

দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার নেতাজি ট্যাবলোর রাখার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তবে সেই আর্জি খারিজ করে কেন্দ্রের তরফে বলা হয়, কেন্দ্রের তরফেই নেতাজির ট্যাবলো প্রদর্শিত হবে৷  এর পর কেন্দ্র-রাজ্য তরজা গড়ায় হাই কোর্ট পর্যন্তও। বিতর্কের আবহেই প্রজাতন্ত্র দিসবে  দিল্লির রাজপথ ও রেড রোডে দেখা গেল নেতীজির ট্যাবলো। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এদিন দিল্লির রাজপথেও প্রদর্শিত হয় ঋষি অরবিন্দের ট্যাবলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =