‘দেশের সামনে বড় চ্যালেঞ্জ পরিবারতন্ত্র, লড়তে হবে দুর্নীতি বিরুদ্ধেও’ বার্তা মোদীর

‘দেশের সামনে বড় চ্যালেঞ্জ পরিবারতন্ত্র, লড়তে হবে দুর্নীতি বিরুদ্ধেও’ বার্তা মোদীর

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একইসঙ্গে কড়া ভাষায় বিঁধলেন পরিবারতন্দ্রকে৷ স্বাধীনতা দিবসের জাতির উদ্দেশে ভাষণে তাঁর নিশানায় ভাই-ভাতিজাতন্ত্র। প্রধানমন্ত্রীর কথায়, ‘ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না।’ 

আরও পড়ুন- ‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’, আত্মনির্ভর হওয়ার বার্তা মোদীর

সোমবার সকালে রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর লালকেল্লায় পৌঁছন নরেন্দ্র মোদী৷ সকাল ৭টা ৩৩ মিনিটে লালকেল্লায় ভাষণ শুরু করেন তিনি৷ ভাষণের শেষলগ্নে পরিবারতন্ত্র এবং দুর্নীতি নিয়ে কড়া বার্তা দেন তিনি। স্পষ্ট বলেন, “বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।”

এর আগেও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নমো। এবার সরাসরি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই নিয়ে সরব হলেন তিনি। তবে এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, শুধুমাত্র রাজনীতি নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণ, পরিবারতন্ত্র রয়েছে। এবার সেই জাল ছিড়ে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে যোগ্যতার ভিত্তিতে অগ্রগতির পক্ষেও সওয়াল করেন নমো।