ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ পেরলো, একদিনেই ২৬ জনের মৃত্যু

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ পেরলো, একদিনেই ২৬ জনের মৃত্যু

নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ প্রশাসনের চিন্তা বাড়িয়ে করোনা সংক্রান্ত নয়া পরিসংখ্যান তুলে ধরল কেন্দ্র৷ আজ সোমবার সকালে করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ সেখানে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত মিলেছে৷

আজ সকাল ন’টা নাগাদ তথ্য পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ ভারত সরকারের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩৬৬৬ জন আক্রান্ত হয়েছেন৷২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ ১০৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷

রাজ্যভিত্তিক করোনা আক্রান্তের হিসাবে প্রকাশ করা হয়েছে৷ আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে সবথেকে বেশি৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্র ৬৯০ জন আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪২ জন৷ ৪৫ জনের মৃত্যু হয়েছে৷ এরপর রয়েছে তামিলনাড়ু৷ সেখানে আক্রান্ত ৫৭১ জন৷ ৪ জন সুস্থ হয়ে ফিরে বাড়ি ফিরে গিয়েছেন৷ ৫ জনের মৃত্যু হয়েছে৷ এরপর রয়েছে দিল্লি৷ সেখানে ৫০৩ জন আক্রান্ত হয়েছেন৷ ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ ৭ জনের মৃত্যু হয়েছে৷ কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রককে ওয়েবসাইটে দেওয়া পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত ৮০ জন আক্রান্ত হয়েছেন৷ ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ ৩ জনের মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eighteen =