নয়া সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু

নয়া সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু

নয়াদিল্লি: নতুন সংসদ ভবন উদ্বোধন হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এবার এই সংসদ ভবনেই প্রথমবারের জন্য অধিবেশন শুরু হতে চলেছে। জানা গিয়েছে, চলতি মাস থেকেই বাদল অধিবেশন শুরু হবে, চলবে আগস্ট মাস পর্যন্ত। যা হবে এই নয়া বিলাসবহুল সংসদ ভবনে। কিন্তু কবে থেকে শুরু হতে চলেছে এই অধিবেশন? এই সম্পর্কে জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। 

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, বাদল অধিবেশেন শুরু হত চলেছে আগামী ২০ জুলাই থেকে। আর তা শেষ হবে ১১ আগস্ট। আর এবারের বাদল অধিবেশন ২০২৪ লোকসভা ভোটকে যে বেশি সরগরম করে তুলবে তা বলাই বাহুল্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল থেকে শুরু করে, তাঁর বিদেশ সফরের বক্তব্য, এদিকে প্রধানমন্ত্রীর আমেরিকা এবং মিশর সফরের নির্যাস থেকে বিরোধী শক্তির এক জায়গায় হয়ে বৈঠক… সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যভাবেই রাজনৈতিক মহলের নজরে থাকবে এবারের বাদল অধিবেশন। 

উল্লেখ্য, গত ২৮ মে নয়া সংসদ ভবন উদ্বোধন হয়। নয়া সংসদ ভবনের পরতে পরতে শিল্পের ছোঁয়া৷ এর গঠন অত্যন্ত নান্দনিক। এই ভবন নির্মাণে দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সামগ্রী আনা হয়েছে। এখানে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র এমনকী দমন ও দিউ-এৎ নিদর্শনও৷ তবে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি। ২০টি সর্বভারতীয় ও আঞ্চলিক দল সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 16 =