মুকেশ-অনিল আম্বানির বোনকে চেনেন? তুখোড় ব্যবসায়ী তিনিও

কলকাতা: ধিরুভাই আম্বানির দুই পুত্র মুকেশ এবং অনিল আম্বানির কথা সকলেই জানেন। কিন্তু তাঁদের যে দুটো বোন আছে সেটা কথা অনেকেরই অজানা। তবে এনাদের মধ্যে…

WhatsApp Image 2024 07 09 at 2.54.13 PM

কলকাতা: ধিরুভাই আম্বানির দুই পুত্র মুকেশ এবং অনিল আম্বানির কথা সকলেই জানেন। কিন্তু তাঁদের যে দুটো বোন আছে সেটা কথা অনেকেরই অজানা। তবে এনাদের মধ্যে একজনের প্রতিভা বা ব্যবসায়িক বুদ্ধি যেন ছাপিয়ে যায় তার দুই শিল্পপতি ভাইকে৷ তিনি হলেন নীনা কোঠারি৷ আসলে ব্যবসা তো আম্বানিদের রক্তেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, প্রয়াত ধিরুভাই অম্বানির মেয়ে বলে কথা।

১৯৮৬ সালে নীনা তিনি বিয়ে করেছিলেন এইচসি কোঠারি গ্রুপের কর্নধার, ভদ্রশ্যাম কোঠারিকে। বর্তমানে, কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারপারসন হিসেবে, প্রায় নীরবে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন নিনা এবং ব্যবসায়িক জগতে নিজের এক পৃথক জায়গা তৈরি করে নিয়েছেন। ২০০৩ সালে তাঁর ব্যবসা জগতে পা রেখেছিলেন নিনা। জাভাগ্রিন ফুড অ্যান্ড কফি নামে একটি ফ্র্যাঞ্চাইজি চালু করেছিলেন তিনি। তবে, সেই ব্যবসা খুব একটা ভাল চলেনি। অন্যান্য প্থম সারির কফি চেইনের মতো জনপ্রিয়তা পায়নি জাভাগ্রিন। তবে, এই প্রথম উদ্যোগ থেকেই নিনার ব্যবসাকির বুদ্ধির পরিচয় পাওয়া গিয়েছিল।

২০১৫ সালটা জীবন বদলে দিয়েছিল নিনার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর, ওই বছর মৃত্যু হয় নিনার স্বামী ভদ্রশ্যামের। দুই সন্তান, অর্জুন এবং নয়নতারাকে বড় করার দায়িত্ব এককভাবে এসে পড়েছিল তাঁর ঘাড়ে। একইসঙ্গে ছিল, কোঠারিদের পারিবারিক ব্যবসা চালানোর গুরু দায়িত্ব। সন্তানদের বড় করবেন না, পারিবারিক ব্যবসা দেখবেন – এই দ্বিধায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত সংসার সামলেই ‘কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র দায়িত্ব নেন নিনা। ২০১৫ সালের ৮ এপ্রিল, তাঁকে এইচসি কোঠারি গ্রুপের চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয়েছিল। এটাই ছিল নিনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। অটুট ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে তিনি পারিবারিক ব্যবসাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। এইচসি কোঠারি গ্রুপের ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ হিসাবে ‘কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র অবস্থানকে আরও মজবুত করেছেন তিনি

আর্থিক মূল্যেও ভাইদের থেকে খুব একটা পিছিয়ে নেই নিনা। কর্পোরেট শেয়ারহোল্ডিং-এর তথ্য অনুযায়ী, নিনা মোট ৫২.৪ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। এছাড়া, দুটি পাবলিকলি ট্রেড করা স্টকের মালিকও তিনি৷ আর তাঁর পরিচালিত, কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের হাতে মূলধন রয়েছে ৪৩৫ কোটি টাকার। তবে নীনা ছাড়াও আরেক বোন রয়েছে আম্বানিদের তিনি হলেন অন্যদিকে দীপ্তি সালগাওকর৷ তার স্বামী হলেন দত্তরাজ সালগাওকর। ভি এম সালগাওকর এবং ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *