২৬/১১-এর স্মৃতি উস্কে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ঘুরপাক কুয়েতের নৌকার! আতঙ্ক মুম্বইয়ে

২৬/১১-এর স্মৃতি উস্কে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ঘুরপাক কুয়েতের নৌকার! আতঙ্ক মুম্বইয়ে

8e334a366047f5e1e051c454965eddad

কলকাতা: ২০০৮ সালের ২৬ নভেম্বর, আরব সাগরের পাড়ে ভয়াবহ হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিবাহিনী৷ ২৬/১১-র ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় মুম্বইবাসীকে। ওই দিন আরব সাগর পেরিয়ে পাকিস্তান থেকে মুম্বইয়ে পৌঁছেছিল আজমল কাসব ও তাঁর সঙ্গীরা। এর পরের কয়েকটা ঘণ্টা মুম্বইবাসীর কাছে ছিল বিভীষিকা৷ গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে তাজ হোটেল থেকে শুরু করে শহরের হাসপাতাল, রেস্তোরাঁ, রেলস্টেশন, ধর্মীয় স্থান সর্বত্র হামলা চালায় তারা৷ সেই স্মৃতি উস্কে দিল গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ঘুরঘুর করতে থাকা এক ভিনদেশি নৌকাকে। ওই নৌকার রহস্যজনক গতিবিধি দেখামাত্রই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ জানা গিয়েছে, ওই নৌকায় তিনজন সওয়ারি ছিলেন। তিন জনকেই আটক করা হয়েছে৷ 

নৌকাটির নাম ‘আবদুল্লা শরিফ’। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা৷ কাজের সূত্রে কুয়েতে থাকে। তাঁরা কোনও খারাপ মতলবে আসেননি। তাঁদের দাবি, একটানা ১২ দিন ধরে নৌকা চালিয়ে মুম্বই নগরীতে এসে পৌঁছেছেন। যদিও তাঁদের নৌকা থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশসূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *