বিহারে টিকা নিয়েছেন মোদী-শাহ, প্রিয়াঙ্কা চোপড়া! তালিকা দেখে হইহই

বিহারে টিকা নিয়েছেন মোদী-শাহ, প্রিয়াঙ্কা চোপড়া! তালিকা দেখে হইহই

পাটনা: যারা যারা টিকা নিয়েছেন তাদের তালিকা প্রকাশ পাওয়ার পর হইচই লেগে গিয়েছে গোটা দেশজুড়ে। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! বিহারের এক স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের টিকা প্রাপ্তের তালিকা পাওয়া গিয়েছে।

বিহারের আরওয়াল জেলার কার্পি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা প্রার্থীর তালিকা মিলেছে এবং গাফিলতি প্রকাশ্যে আসতেই সাসপেন্ড করা হয়েছে দুই কম্পিউটার অপারেটরকে। তাদের সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। আসলে স্বাস্থ্যকেন্দ্রে যারা টিকা নিতে আসেন তাদের নাম নথিভুক্ত করা হয় স্বাভাবিক নিয়মেই। তবে সেই নামের তালিকা দেখে যে সকলে চমকে যেতে পারেন তা হয়তো কেউ ভাবেনি। দেখা গিয়েছে, টিকা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নাম রয়েছে নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা চোপড়ার। শুধু একবার নয় একাধিকবার একই নাম ব্যাবহার করা হয়েছে তালিকায়। এই ঘটনা নিয়ে এখন হুলস্থুল কাণ্ড বিহারে। জেলা প্রশাসনের তরফে জানানো হচ্ছে, এই গাফিলতির পিছনে আদতে যারা রয়েছে তাদের করার শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।

 

তবে একটি স্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যের বাকি স্বাস্থ্যকেন্দ্রে যে তালিকা প্রকাশ করা হচ্ছে তাদের তথ্য সঠিক কিনা। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসন জানাচ্ছে, রাজ্যের বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইতিমধ্যেই নজরদারি শুরু হয়েছে এবং গাফিলতি দেখলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা সত্যি লজ্জাজনক এবং মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =