পা ছুঁয়ে প্রণাম অনন্ত-রাধিকার, নবদম্পতিকে আশীর্বাদ প্রধানমন্ত্রী মোদীর, দিলেন উপহারও

মুম্বই: মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে আসতে পারেননি তিনি৷ তবে পরের দিন তিনি এলেন৷ নবদম্পতিকে আশীর্বাদ করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অনন্ত অম্বানী ও রাধিকা…

modi radhika

মুম্বই: মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে আসতে পারেননি তিনি৷ তবে পরের দিন তিনি এলেন৷ নবদম্পতিকে আশীর্বাদ করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর “শুভ আশীর্বাদ” অনুষ্ঠানে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। নবদম্পতির হাতে উপহারও তুলে দেন প্রধানমন্ত্রী।

 

ব্যস্ততার কারণে অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারেননি প্রধানমন্ত্রী৷ তবে বিয়ের পরের দিনই শুভ আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দেন তিনি। নীতা অম্বানীকে নিজে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে আসেন নমোকে। মঞ্চে উঠতেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন। আশীর্বাদ করেন  মোদীও। সেই সময়ই তাঁদের হাতে তুলে দেন উপহার৷ তাতে একটি ভগবানের ছবিও ছিল৷ তবে তাতে আর কী কী ছিল তা জানা যায়নি৷