আর তাবুতে থাকতে হবে না রামলালাকে, প্রাণপ্রতিষ্ঠার পর বললেন মোদী

আর তাবুতে থাকতে হবে না রামলালাকে, প্রাণপ্রতিষ্ঠার পর বললেন মোদী

e9d1092ff3caae56d2bb0f85937f7179

কলকাতা: বহু লড়াই, অগুনতি ‘বলিদান’ ও দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠা পেয়েছে রামমন্দির৷ তবে এই লড়াই সহজ ছিল না৷ মন্দির উদ্বোধনের পর এমনটীই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর কথায়, “আর তাঁবুতে বাস করতে হবে না রামলালাকে। কয়েক শতক পর, বহু তপস্যার পর, নিজের ঘরে ফিরেছেন তিনি।” তবে প্রধানমন্ত্রীর গলায় ঝরে পড়ে আক্ষেপের সুর৷ তিনি বলেন, “আমরা হয়তো ঠিক করে আরাধনা করতে পারিনি। তাই রামলালাকে তাঁর ঘরে ফেরাতে অনেকটা সময় লেগে গেল। আরও আগে এই মন্দির নির্মাণ জরুরি ছিল। তবে আজ সেই আরাধনা সম্পূর্ণ হল।” প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘রামসেতু  পেরিয়ে রামের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নতুন সময় চক্রের সূচনা হয়েছিল। এবার মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সময়চক্রের সূচনা হল। এবার থেকে সবকিছু শুভ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *