ড্রাগ মামলায় দীপিকা-সারা-শ্রদ্ধাকে সমন পাঠাল NCB

ড্রাগ মামলায় দীপিকা-সারা-শ্রদ্ধাকে সমন পাঠাল NCB

 

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর বা এনসিবি৷ অভিনেতার মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগ সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে৷ ইতিমধ্যেই এনসিবি গ্রেফতার করেছে রিয়া চক্রবর্তীকে৷ তাঁর জবানবন্দিতে উঠে এসেছে ২৫ সেলেব্রিটির নাম৷ এবার সেই সূত্র ধরে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-সহ অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাল এনসিবি৷ আগামীকাল পৃথক পৃথক সময়ে তাঁদের জেরার জন্য ডাকা হয়েছে বলে খবর৷

মাদক যোগে দীপিকা পাডুকোনকে সমন পাঠিয়েছে এনসিবি৷ সারা আলি খান, শ্রদ্ধা কাপূরকে একইসঙ্গে সমন পাঠানো হয়েছে বলে খবর৷ আগামীকাল সকাল সাড়ে দশটায় দীপিকা পাডুকোনকে জেলা করা ডাকা হয়েছে৷ কিন্তু, বর্তমানে অভিনেত্রী রয়েছেন গোয়ায়৷ ফলে, জেরার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে রাকুল, সিনোন, শ্রুতিকে সময় করা হয়েছে৷ আগামী তিন দিনের মধ্যে সবাইকেই এনসিবির দফতরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, দীপিকা আর্জি মেনে শুক্রবার তাঁকে সকালে সময় দেওয়া হয়েছে৷ শনিবার সারা আলি খান, শ্রদ্ধা কাপূরকে পৃথক পৃথক সময়ে ডাকা হয়েছে৷ সবাইকে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিবি৷

 

সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে৷ চ্যাটে অভিনেত্রী কোনও এক নির্দিষ্ট ব্যক্তি ‘কে’-র থেকে ‘মাল ও হ্যাশ’ চাইছেন বলে অভিযোগ করা হয়েছে৷ চ্যাটে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের নামও উঠে এসেছে৷ জানা গিয়েছে, তাঁকে এনসিবির কাছে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে৷ একটি সংবাদমাধ্যমে দীপিকা এবং কারিশমার মধ্যে চ্যাটের বিবরণ প্রকাশ পেয়েছে৷ দু’জনের মধ্যে মাদকের সঙ্গে সম্পর্কিত কথোপকথনটি ২৮ অক্টোবর, ২০১৭ সালের৷ সেই কথোপকথনটি খতিয়ে দেখছে এনসিবি৷ অন্যদিকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে তলব করেছে৷ রিয়া চক্রবর্তী এনসিবির আগে কিছু বলিউড সেলিব্রিটির নামে অভিযোগ তুলেছেন৷ তাতে পার্টিতে মাদকদ্রব্য গ্রহণের অভিযোগও তুলেছেন রিয়া৷

অন্যদিকে, আরও পিছিয়ে গিয়েছে রিয়া ও শৌভিকের জামিনের আবেদনের শুনানি৷  অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-যোগে ইতিমধ্যেই রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করছে এনসিবি৷ গ্রেফতারির পর বেশ কয়েকবার জামিনের আবেদন করেছেন তাঁরা৷কিন্তু, সেই শুনানি পিছিয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টির জেরে জলে জমে যাওয়ায় বুধবার বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতে ছুটি ঘোষণা করেছেন৷ আর সেই কারণে যাবতীয় মামলার শুনানি হবে আগামীকাল৷ রিয়া ও শৌভিকের আবেদন আজ শুনানির জন্য তালিকায় ছিল৷ কিন্তু, তা আজ সম্ভব হয়নি৷
 

আরও বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =