নয়াদিল্লি: আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর মকুবের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। যার জেরে দাম বাড়ছে একাধিক পণ্যের৷ দেখে নিন কোন কোন পণ্য আজ থেকে দামী হচ্ছে-
আরও পড়ুন- আর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি ভোট! ‘যুদ্ধে’ যশবন্ত সিন্হার থেকে এগিয়ে দ্রৌপদী, কী বলছেন বিরোধীরা
প্যাকেটজাত এবং লেবেল যুক্ত খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এর ফলে প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্কের পাশাপাশি মাছ, মাংস, মাখনা, কর্নফ্লেক্সের দাম বাড়তে চলেছে। এর আগে কেবলমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হত। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং লেবেল যুক্ত ময়দা এবং চালের উপর কর বসবে।
পাশাপাশি কর বসছে এলইডি ল্যাম্প, লাইট, ধাতব সার্কিটের উপর৷ ১২ থেকে বেড়ে ১৮ শতাংশ হচ্ছে জিএসটি। রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো, চুল্লির কাজের চুক্তির উপরও পড়েছে জিএসটি-র কোপ৷ ১২ শতাংশের বদলে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে৷
দামী হচ্ছে চামড়ার সামগ্রী, জুতো, মাটি থেকে তৈরি ইট, সোলার ওয়াটার হিটার সিস্টেম, টেট্রা প্যাক, ই ওয়েস্ট, পেট্রোলিয়াম এবং মিথেন৷ এসব ক্ষেত্রেও ১৮ শতাংশ জিএসটিও ধার্য করা হয়েছে। পালিশ করা ডায়মন্ডের উপরেও জিএসটি বেড়ে ১.৫ শতাংশ করা হয়েছে।
অন্যদিকে, চেক ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলি যে ফি নেয়, এবার থেকে তার উপরেও জিএসটি ধার্য করা হবে। দৈনিক ১,০০০ টাকার কম রেটের হোটেল রুমের উপর ১২ শতাংশ জিএসটি আরোপ করা হবে।
পাশাপাশি করের বোঝা বেড়েছে পাম্প, ডিপ টিউবওয়েলের টার্বাইনের পাম্প, সাবমার্সিবল পাম্প, বাইসাইকেল পাম্পের উপরেও৷ এসব ক্ষেত্রে ১২ শতাংশ থেকে জিএসটি বেড়ে হয়েছে ১৮ শতাংশ৷
বীজ, ডাল বাছা ও পরিষ্কার করার মেশিন, পেষাই কলে ব্যবহার করা মেশিনারির উপরেও ৫ শতাশ থেকে বেড়ে ১৮ শতাংশ করা হয়েছে জিএসটির হার।
দাম বাড়ছে ছাপার, আঁকার ও লেখার কালির৷ আগে এই সকল পণ্যের উপর জিএসটি রেট ছিল ১২ শতাংশ। এখন থেকে তা হল ১৮ শতাংশ। এছাড়াও ছুরি, পেনসিল শার্পনার, ব্লেড, চামচের উপরেও জিএসটির হার ১২ থেকে বেড়ে ১৮ শতাংশ করা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
