মাঙ্কিপক্স আতঙ্ক বাড়ছে, নয়া গাইডলাইন জারি কেন্দ্রের

মাঙ্কিপক্স আতঙ্ক বাড়ছে, নয়া গাইডলাইন জারি কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণকে টপকে এখন যেন আরও বেশি ত্রাস সৃষ্টি করে রেখেছে মাঙ্কিপক্স। বিশ্বের একাধিক দেশে তো সংক্রমণ ছড়িয়েছে, ভারতেও হদিশ মিলেছে এই ভাইরাসের। শুধু তাই নয়, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জানা গিয়েছে, আটজনের শরীরে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। যার মধ্যে পাঁচজন কেরলের এবং তিনজন দিল্লির। এর মধ্যে আবার একজনের মৃত্যুও হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার মাঙ্কিপক্স নিয়ে নয়া গাইডলাইন জারি করেছে। নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন, কী করবেন না, তাই উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে টুইট করে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানান হয়েছে। প্রয়োজনে যে কেউ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই ব্যাপারে জানতে পারে। সেই তথ্যও টুইটে দেওয়া আছে। প্রাথমিক ভাবে কেন্দ্র সকলকে পরামর্শ দিয়েছে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আইসোলেশনে পাঠিয়ে দিতে। একই সঙ্গে নিজের কাছে সর্বদা স্যানিটাইজার রাখতে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখতে হবে বলেও জানান হয়েছে। আবার করোনার মতোই মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির কাছে যেতে গেলে পরতে হবে মাক্স, দূরত্ব বিধি মেনে চলতে হবে। এমনটাই পরামর্শ।

কী করবেন না, সেই তালিকায় দেওয়া আছে। স্পষ্ট জানান হয়েছে, আক্রান্তের সঙ্গে বিছানা, জামাকাপড় এমনকি রুমাল, তোয়ালে কিছুই ভাগ করা যাবে না। আক্রান্তের ঘরে ঢোকার সময় গ্লাভস ছাড়া খালি হাতে ঢোকা যাবে না, মাস্ক ছাড়া তো নইই। এছাড়া বিভিন্ন ভুয়ো খবর এড়িয়ে চলতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে আক্রান্তের দেখভাল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =