নয়াদিল্লি: রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি তো ছিলই৷ তার উপর মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িতে এবার বাড়ল নতুন সংযোগের খরচ৷ এবার থেকে হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোসিট বাবদ ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে রেগুলেটারের দামও। এবার থেকে নতুন রেগুলেটর কিনতে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে গ্রাহকদের। আজ, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।
আরও পড়ুন- অদূরেই রাষ্ট্রপতি নির্বাচন, কী ভাবে হয় নির্বাচন, কারা ভোট দেন?
এতদিন নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে নেওয়ার জন্য গ্রাহকদের ১,৪৫০ টাকা দিতে হত। এক ধাক্কায় নতুন কানেকশনের খরচ ২২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ নতুন সংযোগের জন্য বাড়িতি ৭৫০ টাকা গুণতে হবে গ্রাহকদের। এই অতিরিক্ত টাকাটা সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট বাবদ নিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। দাম বেড়েছে রেগুলেটররে৷ গ্যাস রেগুলেটরের জন্য দিতে হবে ২৫০ টাকা। পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা পৃথকভাবে দিতে হবে গ্রহকদের। সব মিলিয়ে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। যদি একজন উপভোক্তা দুটি সিলিন্ডারের সংযোগ নেন, তাহলে তাঁকে গুণতে হবে ৪,৪০০ টাকা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>