রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পথে দ্রৌপদী মুর্মু, উৎসবমুখর দিল্লি

রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পথে দ্রৌপদী মুর্মু, উৎসবমুখর দিল্লি

নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু। এই প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত কোনো মহিলা দেশের সাংবিধানিক সর্বাধিনায়ক হতে চলেছেন। আরো একবার ইতিহাস সৃষ্টির পথে ভারত। প্রসঙ্গত দ্রৌপদী মর্মু আবার ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এর আগে ২০১৭ সালে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রতিভা পাতিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই তিনি রাইসিনা ভবনে এসে পৌঁছেছেন। তাকে এদিন রাইসিনায় স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ। অন্যদিকে মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাসভবন ছেড়ে রওনা দিয়েছেন বলে খবর। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বাকি কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। একইভাবে উপস্থিত থাকার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেত্রীবৃন্দের।

দ্রৌপদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত দুদিন ধরে রাজধানী দিল্লিতে চলছিল জোর প্রস্তুতি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নিজের বাসভবন থেকে বের হন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান হবু রাষ্ট্রপতি। সেখানে মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রাইসেনা হিলসের দিকে রওনা দেন দ্রৌপদী।

জানা যাচ্ছে রাষ্ট্রপতি ভবনে পুর্ণ শোভাযাত্রায় নিয়ম মেনে রাষ্ট্রপতির ঘোড়া, বডিগার্ড এবং ক্যাভেলকেডের সঙ্গে সকাল ৯.৪২ মিনিটে পৌঁছেছেন সংসদের সেন্ট্রাল হলে।এরপর রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে একটি অনুষ্ঠান হবে এবং ৯.৫০ মিনিটে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্ট থেকে সেরিমনিয়াল প্রেসিডেনশিয়াল কনভয়ে মুর্মু এসে পৌছাবেন সংসদে। সকাল ১০ টা নাগাদ সংসদের পাঁচ নম্বর গেটে তাঁকে নিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। জাতীয় সংগীতের পরে তাঁকে নিয়ে যাওয়া হবে সংসদের সেন্ট্রাল হলে। সকাল ১০.১৫ মিনিটে মূল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সংসদের সেন্ট্রাল হলে। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি। এরপর সকাল ১০:২৩ মিনিটে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু।