নির্মলার সঙ্গে ‘বাদানুবাদ’ তৃণমূল সাংসদের! সোশ্যাল মিডিয়া তোলপাড়

নির্মলার সঙ্গে ‘বাদানুবাদ’ তৃণমূল সাংসদের! সোশ্যাল মিডিয়া তোলপাড়

নয়াদিল্লি: সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু সেই সময়ে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস সাংসদরা। বিতর্ক সেই নিয়ে নয়। আসল বিষয় হল, ওয়াকআউট করার পর সোশ্যাল মিডিয়াতে ‘বাদানুবাদ’ হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদের। কার্যত ‘তর্কে’ জড়ালেন নির্মলা সীতারমণ এবং ডেরেক ও ব্রায়েন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে টুইটারে ট্যাগ করে তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন, ”মিস্টার নরেন্দ্র মোদী, আপনার অর্থমন্ত্রী আজ মূল্যবৃদ্ধি এবং জিএসটি নিয়ে রাজ্যসভায় আলোচনায় অংশ নেন। আমরা ৬টি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরেছিলাম। সে সব তিনি এড়িয়ে গিয়েছেন। সংসদে সাড়া নেই। হয়তো আমি টুইটারে ভাগ্যবান হব।” এই টুইটের পরেই তাঁকে পাল্টা জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন, ”আপনি, ডেরেক ও ব্রায়েন, ঠিক সেই মুহূর্তে ওয়াকআউট করে গেলেন যখন আমি বলছিলাম যে জিএসটি লাগু করার আগে পশ্চিমবঙ্গে পনিরে ভ্যাট ধার্য করা ছিল। আপনি রাজ্যসভায় উপস্থিত না থাকলেও আমি সকল ইস্যু, সেস, এলপিজি, জিএসটি এবং ভারতীয় মুদ্রা নিয়ে উত্তর দিয়েছি। দয়া করে সময় বের করে সংসদ টিভিতে তা দেখে নেবেন।”

মূল্যবৃদ্ধি নিয়ে আগেও শোরগোল পড়েছিল সংসদে। সম্প্রতি এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্য এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কাঁচা বেগুনে কামড় দিয়েছিলেন। বলেছিলেন, পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সব জিনিস কাঁচা খাওয়ার উপক্রম হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও রকম ব্যবস্থাই নিচ্ছে না। যদিও মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছিলেন, বিশ্বের অন্যতম দ্রুত আর্থিক বৃদ্ধি হওয়া দেশগুলির তালিকায় আছে ভারত। বিশ্বের তাবড়-তাবড় দেশের তুলনায় ভারতের অবস্থা অনেক ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =