নির্মলার বাজেটে হতাশ বাজার, মুখ থুবড়ে পড়ল শেয়ার সূচক

নির্মলার বাজেটে হতাশ বাজার, মুখ থুবড়ে পড়ল শেয়ার সূচক

নয়াদিল্লি:  অর্থমন্ত্রী সীতারামণের বাজেট খুশি করতে পারল না শেয়ার বাজারকে। বাজেট শেষ হওয়ার আগেই ব্যাপকহারে শেয়ার বাজারে পতন দেখা দিতে থাকে। বাজেটের ঠিক মাঝখানে সেনসেক্স ৭০০ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল। যদিও বাজেট শেষ হওয়ার পর শেয়ার বাজারের কিছুটা উন্নতি হয়। শেয়ার বাজার বন্দ হওয়ার আগে পর্যন্ত তা ৪০০-য়ের আশেপাশে ছিল বলে জানা গিয়েছে। 

শুধু শেয়ার বাজার নয়, নিফটিরও বাজেট পেশের সময় ব্যাপক পতন হয়। বাজেট পেশের সময় নিফটি ২৫০ পয়েন্ট নীচে নেমে যায় বলে জানা গিয়েছে। তবে বাজেট শেষ হওয়ার পর নিফটির সূচকের কিছুটা উন্নতি হলেও তা বিশেষ নয়। ২২৫ পয়েন্টের আশেপাশে ছিল নিফটির পয়েন্ট বলে জানা গিয়েছে। 

বাজেটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং সেক্টরের শেয়ার বলে জানা গিয়েছে। শনিবার স্টেট ব্যাংকের শেয়ার ৬.৩ শতাংশ ঘাটতিতে কেনা বেচা হয়েছে। বাকি ব্যাংকগুলোর শেয়ারের অবস্থাও প্রায় এক রকম। আইসিআইসিআই প্রুডেশিয়াল ব্যাংকের পতন হয়েছে ৬.৬ শতাংশ এবং এইচডিএফসি লাইফ ইনস্যুরেন্সের পতন হয়েছে ৩.৪ শতাংশ। 

বিশেষজ্ঞ মহলের তরফে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের আশা পূরণের ব্যর্থ হয়েছেন সীতারমণের বাজেট। বিভিন্ন সেক্টরে কোনো বিনিয়োগ নেই। শুধু তাই নয়, জিএসটি কমানোর পরিকাঠামোতে বড় কোন বদল হল না। শুধু জিএসটি সরলীকরণের কথা বলা হয়েছে। প্রথম থেকে কর ছাড়ের একটা ইঙ্গিত পাওয়া গেলেও বাস্তবে তা হয়নি। যার জেরে যে বিনিয়োগকারীকা হতাশ হয়েছেন। বিনিয়োগকারীদের হতাশ হওয়ার অন্যতম বড় কারণ হল, নিম্ন ও মধ্যবিত্তদের বিনিয়োগের সরাসরি কোনও পথ বাতলে দিতে পারেনি। বাজারে চাহিদা আরও কমে যেতে পারে এই বাজেটের ফলে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =