নয়াদিল্লি: ধর্মীয় পর্যটনের উপর জোর দেবে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যে পর্যটন স্থানগুলির উন্নয়ন করতে হবে। প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণও মিলবে। লক্ষদ্বীপ-সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বাজেট বক্তৃতায় এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। মধ্যবিত্তরাও এখন ঘুরতে যাচ্ছেন। ধর্মীয় ট্যুরিজমের উপর জোর দেওয়া হচ্ছে।