কটক: দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই যে এই সাক্ষাৎ তা বোঝা গিয়েছিল। এবার নীতীশ সাক্ষাৎ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। বুধবার ভুবনেশ্বরে গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন নীতীশ। এই প্রেক্ষিতেই সঙ্গে সঙ্গে বিরোধী জোটের বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে উঠে গিয়েছে। যদিও দুজনের মধ্যে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি বলে প্রাথমিক সূত্রের খবর।
চলতি মাসেই বিরোধীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ মে পাটনা বা দিল্লিতে বিরোধী শিবিরের এই বৈঠক হতে পারে। অ-বিজেপি নেতাদের একত্রিত করে এই বৈঠকের পরিকল্পনা নিয়েছেন খোদ নীতীশ কুমার বলে জানা গিয়েছে। সেইমতো শুরু হয়েছে প্রস্তুতি। সেই অনুযায়ী নবীনের সঙ্গে নীতীশের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করবেন নীতীশ। জানা গিয়েছে, এঁদের সকলেই চাইছেন নবীন পট্টনায়েক বিরোধী শিবিরে যোগ দিন। কিন্তু তিনি তা করবেন কিনা তা বলবে সময়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থকে দেখে ফের চোর স্লোগান! ‘ছড়া’ কেটে কটাক্ষ! Slogans raised against Partha Chatterjee once again” width=”853″>
এও জানা গিয়েছে, এই নেতাদের সঙ্গেই বৈঠক করে বসে থাকবেন না নীতীশ কুমার। বৃহস্পতিবার মুম্বইয়ে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও আলোচনায় বসার কথা বিহারের মুখ্যমন্ত্রীর। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে বদ্ধপরিকর হয়েছে এই বিরোধী পক্ষ।