পঞ্চমবার পাল্টি খাওয়ার মুখে নীতীশ! মোদীর হাত ধরে পদ্মশিবিরে ফেরার জল্পনা তুঙ্গে

পঞ্চমবার পাল্টি খাওয়ার মুখে নীতীশ! মোদীর হাত ধরে পদ্মশিবিরে ফেরার জল্পনা তুঙ্গে

nitish kumar

পটনা: লোকসভা ভোটের আগে ফের একবার ডিগবাজি খাওয়ার মুখে নীতীশ কুমার৷ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধী দলগুলিকে নিয়ে জোটের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি৷ ২৬টি দলকে এক ছাতার তলায় আনতে তাঁর উদ্যোগ কিছু কম ছিল না৷ তবে শেষ মুহূর্তে তিনি ফের পাল্টি খেতে পারেন বলে জল্পনা৷ কারণ, ডিগবাজি খেতে তিনি ওস্তাদ৷ এমনটা হলে বিহারের মহাগঠবন্ধন জোট ভেঙেও বেরিয়ে আসবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ কানাঘুষো, তিনি ফের হাত মেলাতে পারেন বিজেপি-র সঙ্গে। লোকসভা ভোটের আগে এখন নীতীশ কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে ফের মঞ্চ ভাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। আগামী ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় সভা করবেন প্রধানমন্ত্রী৷ ওই সভাতেই হতে পারে দু’জনের সাক্ষাৎ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =