পাটনা: মহারাষ্ট্রের ‘উল্টোপুরাণ’ এবার বিহারে। মাঝপথে গেরুয়া বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরকার উল্টে বিজেপিকে বড়সড় ধাক্কা দিলেন জনতা দলের কান্ডারী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরেই নীতীশ কুমার জানান যে তিনি এবং তাঁর দল বিজেপির সঙ্গে সমস্ত জোট ছিন্ন করছেন। এরপরেই মঙ্গলবার বিকেলে সোজা রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দিয়ে আসেন। তার ঠিক পরের দিনই অর্থাৎ আজ বুধবার লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে অষ্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নতুন রেকর্ড গড়লেন নীতীশ কুমার। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব হলেন বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী।
বুধবার, দুপুর দুটো নাগাদ নীতীশ কুমারকে শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল ফাগু চৌহান। নীতীশের পর তেজস্বীকেও শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এরপরেই বিহারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার এবং তেজস্বী যাদব।
এদিকে মঙ্গলবারেী জানা যায় বুধবার ঠিক দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী শপথ নেবেন খালি। মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম ঘোষণা পরে করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবারের জোট সরকারে অর্থমন্ত্রক নিজেদের দলের বিশ্বস্ত সদস্যদের হাতে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তেজস্বী। বাকি বিভাগীয় মন্ত্রীরা সব একই থাকবেন। এছাড়াও জানা যাচ্ছে, আরজেডি দলের কুড়িজন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও জেডিইউয়ের তরফে ১১ থেকে ১৩ জন সদস্য মন্ত্রী হতে পারেন বলে খবর। এছাড়া জোটের আরো দুই শরিক তথা কংগ্রেস ও হিন্দুস্থান আওয়াম মোর্চার তরফেও যথাক্রমে চারজন এবং একজন মন্ত্রী হতে চলেছেন বলে জানা যাচ্ছে।। অন্যদিকে রাজ্যের একমাত্র নির্দল বিধায়ক সুমিত কুমার সিংহও মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে মন্ত্রিসভার কথা কিছুই ঘোষণা করা হয়নি জেডিইউ কিংবা আরজেডির তরফ থেকে। তবে কানাঘুষোয় সোনা যাচ্ছে একা লালুপুত্র তেজস্বী নন, এবার মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন তেজ প্রতাপও।
