পাটনা: অঙ্ক বদলে বিহারে ফের ক্ষমতায় নীতীশ। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে৷ পদ্ম সরিয়ে হাতে ধরেছেন লন্ঠন৷ কিন্তু, এই পালা বদলে প্রশ্ন উঠে গিয়েছে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েই! রাজনীতির ময়দানে বারবার ডিগবাজি খেয়েছেন নীতীশ৷ যা নিয়ে বিজেপি তো বটেই, ঘরোয়া ভাবে আরজেডি-কংগ্রেস এমনকি বাম দলগুলিও তাঁর অবস্থান নিয়ে সন্দিহান৷ আসন্ন লোকসভা বা ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে জেডিইউ সুপ্রিমো যে ফের অবস্থান বদল করবেন না, এমন নিশ্চয়তা কেউই দিতে পারছেন না৷
প্রায় দেড় দশক আগে বিহারে যাদব পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে প্রথম বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নীতীশ কুমার। দীর্ঘদিন জেডিইউ সুপ্রিমোকে কাছ থেকে দেখেছেন বর্ষীয়ান আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী হলেও, প্রথম থেকেই নীতীশের পাখির চোখ প্রধানমন্ত্রিত্ব।’’ তিনি আরও বলেন, বিজেপির সঙ্গে জোট বাঁধলেও বরাবরই নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার প্রশ্নে বিশেষ যত্নবান ছিলেন নীতীশ। একাধিক বার বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর মনোমালিন্যও হয়েছে। কিন্তু, কোনও ভাবেই সংখ্যালঘুদের পাশ থেকে সরে আসেননি নীতীশ।
রাজনীতির কারবারিদের মতে, প্রথম দফায় নীতীশের এনডিএ-র সঙ্গ ত্যাগের পিছনেও ছিল প্রধানমন্ত্রিত্বের কুর্সি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি৷ এর পরেই এনডিএ ছেড়ে বেরিয়ে যান নীতীশ। সেই সময়ে তাঁর লক্ষ্য ছিল, ভোটের পরে বিরোধী দলগুলি ভাল ফল করলে কংগ্রেসের সমর্থন নিয়ে সেই জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রিত্বের দাবি জানানো। কিন্তু ২০১৪ সালে দেশজুড়ে গেরুয়া ঝড় ওঠে৷ বিপুল ভোটে দিল্লির মসনদে বসেন নরেন্দ্র মোদী৷ যা নীতীশের পরিকল্পনায় জল ঢেলে দেয়। উল্টে বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে মাত্র দু’টি আসন পায় নীতীশের দল। বাস্তব অনুধাবন করেই ফের এনডিএ-তে ফিরে আসেন নীতীশ।
ফের দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন৷ বিহারে বিজেপির সঙ্গে জোটে থাকলে ২০২৫ সাল পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী পদে থাকতেন। কিন্তু সে ক্ষেত্রে অধরাই থেকে যেত তাঁর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার স্বপ্ন৷ সেই লক্ষ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরের প্রধান মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে এনডিএ ছেড়ে ইউপিএ-র সঙ্গে হাত মেলালেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
