এমন কোনও দাবিই করিনি! মোদীর শান্তি নোবেল ইস্যুটি ‘ভুয়ো’ বলছেন কমিটির কর্তা

এমন কোনও দাবিই করিনি! মোদীর শান্তি নোবেল ইস্যুটি ‘ভুয়ো’ বলছেন কমিটির কর্তা

নয়াদিল্লি: শান্তিতে নোবেল পাওয়ার সবথেকে বড় দাবিদার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের নোবেল কমিটির কর্তা অ্যাসলে তোজে এমন দাবি করেছেন বলেই খবর ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই হচ্ছে চারিদিকে। কিন্তু তাল কাটে এদিন বিকেলের পর থেকেই। কারণ খোদ ওই কর্তার দাবি, এমন কোনও দাবিই নাকি তিনি করেননি! বরং তাঁর বক্তব্য, যে খবর ছড়ানো হয়েছে তা ভুয়ো, মিথ্যে। 

আরও পড়ুন- ‘আমার একমাত্র ভুল সিএ হওয়া’, আক্ষেপ কেষ্টর হিসাবরক্ষক মণীশের, স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী

এই মুহূর্তে ভারত সফরেই আছেন নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজে। নরেন্দ্র মোদী এবং নোবেলকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা জানার পর তিনি জানান, একটি ভুয়ো খবরের টুইট পাঠানো হয়েছিল। মূল বিষয় হল, গোটা আলোচনাটাই ভুল হচ্ছে। এমন কোনও দাবি তিনি করেননি। এখন তাঁর আর্জি, বিষয়টি নিয়ে কোনও রকম আলোচনা বন্ধ হোক। সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে এমনটাই দাবি করেছেন নোবেল কর্তা। আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন তিনি। তাঁর দাবি, সেই কথার মধ্যে কোথাও নোবেল প্রসঙ্গ ছিল না।