নয়াদিল্লি: আমাদের দেশে অন্যতম লাইফ লাইন হল রেল৷ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলেছে দূরপাল্লার ট্রেন৷ তবে রেলের টিকিট কাটার ক্ষেত্রে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷ লোকাল ট্রেনে ওঠার জন্য নিত্য টিকিটের ব্যবস্থা থাকলেও, দূরপাল্লার ক্ষেত্রে তা সম্ভব নয়৷ হঠাৎ প্রয়োজনে তৎকাল টিকিটের সুবিধা রয়েছে ঠিকই, কিন্তু তা যে মিলবেই, সেই নিশ্চয়তা নেই৷ তখন সমস্যায় পড়েন যাত্রীরা৷ জরুরি প্রয়োজনেও রেল যাত্রা থেকে পিছিয়ে আসতে হয় তাঁদের৷ তবে অনেকেরই হয়তো জানা নেই, টিকিট না কেটেও ট্রেনে সফর করা সম্ভব৷ এর জন্য রয়েছে বিশেষ এক নিয়ম৷
আরও পড়ুন- কংগ্রেসে যোগ দিচ্ছেন PK? সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা
কী সেই নিয়ম? জরুরি প্রয়োজনে আচমকা রেল যাত্রা করার জন্য যাত্রীকে শুধু প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে৷ সেই টিকিট নিয়েই ট্রেনে উঠতে পারবেন তিনি৷ প্ল্যাটফর্ম টিকিট নিয়ে যেতে হবে টিটিই-র কাছে৷ তাঁকে নির্দিষ্ট গন্তব্যের জন্য একটি টিকিট বানিয়ে দেওয়া আবেদন জানাতে হবে৷ তাঁর পক্ষে টিকিট বানানো সম্ভব না হলে, রেলের গার্ডের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে৷ যেখানে ট্রেন সফরের অনুমতি দেওয়া থাকবে৷ একে বলা হয় ‘সার্টিফিকেট অফ পারমিশন টু ট্রাভেল’৷
রেলযাত্রীদের বিশেষ সুবিধা দিতেই এই নিয়ম চালু করা হয়েছে৷ তবে এক্ষেত্রে টিটিই-র সঙ্গে দেখা করাটা আবশ্যক৷ টিটিই-র সঙ্গে দখা না করলে মাঝপথে সমস্যায় পড়তে হতে পারে৷ এমনকী ট্রেন থেকে নামিয়ে দেওয়াও হতে পারে৷ এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি কোনও যাত্রীর কাছে প্ল্যাটফর্ম টিকিট না থাকে, তাহলে টিটিই ধরে নেবেন ট্রেনটি যেখান থেকে সফর শুরু করেছে, সংশ্লিষ্ট যাত্রী সেখান থেকেই যাত্রা করছেন৷ তার ভিত্তিতেই জরিমানা ধার্য করবেন৷ প্ল্যাটফর্ম টিকিট থাকলে সেই সমস্যা তৈরি হবে না৷
প্ল্যাটফর্ম টিকিটে দূরের গন্তব্যে যাত্রা করার ক্ষেত্রে টিটিইকে বিনা টিকিটে যাত্রার কারণ জানাতে হবে৷ তিনি উল্লিখিত কারণটি যুক্তিযুক্ত মনে করলে সিটের বন্দ্যোবস্ত করে দেবেন৷ প্রয়োজনীয় ভাড়া নিয়ে সেই ব্যবস্থা করে দেবেন৷ যাত্রী কোন কামরায় যাত্রা করবেন, তার উপর নির্ভর করবে টিকিটের দাম৷ তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে, এই ভাবে সফর করতে দেবে না রেল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>