বিরোধীদের আচরণেই গতি হারিয়েছে সংসদ, ওম বিড়লার নিশানায় তৃণমূল?

বিরোধীদের আচরণেই গতি হারিয়েছে সংসদ, ওম বিড়লার নিশানায় তৃণমূল?

নয়াদিল্লি: নির্ধারিত সময়ের ২ দিন আগেই শেষ লোকসভার অধিবেশন৷ ১৯ জুলাই থেকে শুরু হওয়া অধিবেশনে কাজ হয়েছে মাত্র ২১ ঘণ্টা ১৪ মিনিট৷  বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতুবি হয়েছে অধিবেশন৷ এর পরেই লোকসভার অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ ওম বিড়লা৷ 

আরও পড়ুন- সময়ের আগেই শেষ লোকসভার অধিবেশন, রাজ্যসভায় কেঁদে ফেললেন বেঙ্কাইয়া

এদিন সাংবাদিক বৈঠকে লোকসভার স্পিকার বলেন, সংসদের অধিবেশন শুরুর আগে পরম্পরা অনুসারে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়৷ বিরোধীদের উত্থাপিত ইস্যুগুলিতে যাতে চর্চা করা যায়, সেই চেষ্টাও করা হয়৷ এর ভিত্তিতে বিরোধী দলের নেতারাও সুষ্ঠভাবে সংসদে কাজ চালানোর আশ্বাস দেন৷ কোনও বিষয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে মতপার্থক্য তৈরি হলে ফের চর্চা করা হয়৷ কারণ আলোচনার মাধ্যমেই সমাধানের পথ প্রশস্থ হয়৷ এই বারও সেই চেষ্টা করা হয়েছে৷ কিন্তু সমাধান খুঁজে পাওয়া যায়নি৷ বারবার কাজে বাঁধা এসেছে৷ 

আরও পড়ুন- NRC ঠিক কবে থেকে লাগু? সংসদে স্পষ্ট করল কেন্দ্র

সংসদ চালানোর জন্য কোটি কোটি টাকা খবর হয়৷ সংসদ না চললে টাকার অপব্যয়৷ সংসদে কাজ না হলে জনগণও ব্যথিত হয়৷ কিন্তু এবার মতপার্থক্যের জেরে বারবার গতি হারিয়েছে সংসদের অধিবেশন৷ লোকসভার স্পিকার বলেন, ওয়েলে নেমে হইচই করা, স্লোগান তোলা সংসদের নিয়ম নয়৷ রাজনৈতিক দলগুলির কাছে সেই আর্জিও জানানো হয়৷ বলা হয়, তাঁরা যেন শুধু তাঁদের বক্তব্যটুকু রাখে৷ বিভিন্ন দেশে এই বিষয়ে কঠোর নিয়ম রয়েছে৷ আমাদের দেশের সাংসদের সংসদীয় রীতিনীতির উপর একটি বইও দেওয়া হয়৷ তাঁরা সেই নিয়ম পালন করবেন, সেটাই সকলের কাম্য৷ কারণ সংসদ চালানোর দায়িত্ব সকল সাংসদের৷ কিন্তু কিছু রাজনৈতিক দলের  নেতারা বারবার স্লোগান তুলেছেন, হইচই করে কাজে বাধা সৃষ্টি করেছেন৷  

প্রসঙ্গত, পোগাসাস ইস্যুতে গোড়া থেকেই উত্তাল হয়েছে সংসদ৷ ওয়েলে নেমে চলেছে বিক্ষোভ৷ কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পেগাসাস বিবৃতি ছিনিয়ে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ পরে আরও ছয় তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =