শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা হল, কবে শুরু

শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা হল, কবে শুরু

c6eaaa1bbb58340d42466cb16fbdc081

নয়াদিল্লি: স্বাভাবিক নিয়মে নভেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন হওয়ার কথা থাকলেও এবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে গিয়েছে। তাহলে কবে শুরু হচ্ছে এই অধিবেশন? জানা গিয়েছে, পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশের পরেই এই অধিবেশন চালু হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে শীতকালীন অধিবেশন শুরু হতে। এর দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যে।

জানা গিয়েছে, ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে এবছরের শীতকালীন অধিবেশন শুরু হবে, যা চলবে ২২ তারিখ পর্যন্ত। নতুন সংসদ ভবনে এই প্রথমবার সম্পূর্ণ অধিবেশন বসবে। এর আগে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য গত সেপ্টেম্বর মাসে নয়া ভবন উদ্বোধনের সময়ে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র। কিন্তু এবার সম্পূর্ণ অধিবেশন বসবে সেন্ট্রাল ভিস্তায়। ১৯ দিনের মধ্যে ১৫টি সিটিং হবে লোকসভায়। 

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, এই শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে এই অধিবেশনে আলোচনা হবে। তাঁর কথা থেকে অনুমান করা হচ্ছে, নতুন আইন আনার লক্ষ্যে তিনটি বিল নিয়ে আলোচনা ছাড়াও অমৃতকাল চলাকালীন সংসদের কার্যকলাপ ইস্যুতে আলোচনা হবে। এছাড়া কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সাংসদ পদ খারিজের প্রস্তাবে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। সেই প্রস্তাব নিয়েও শীতকালীন অধিবেশনে আলোচনা হতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *