নয়াদিল্লি: ট্রেনে এক কাপ চায়ের বরাত দিয়েছিলেন জনৈক যাত্রী৷ দাম ছিল ২০ টাকা৷ কিন্তু, সেই এক কাপ চায়ের জন্য তাঁকে গুনতে হল ৭০ টাকা! সম্প্রতি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হতে হল শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীকে৷ ২০ টাকার চা অর্ডার করে বিল এল ৭০ টাকার৷ যা দেখে তিনি হতবাক। ট্রেন সফর শেষে এক কাপ চায়ের ওই বিলটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই যাত্রী। যা ভাইরাল হতেই উত্তর এল ভারতীয় রেলের পক্ষ থেকে।
আরও পড়ুন- দান বদলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী! এক ঢিলে একাধিক পাখি মারল বিজেপি!
গত ২৮ জুনের ঘটনা৷ শতাব্দী এক্সপ্রেসে চেপে দিল্লি থেকে ভোপাল যাচ্ছিলেন ওই ব্যক্তি। ট্রেনে এক কাপ চা অর্ডার করেছিলেন তিনি৷ বিল আসার পরেই তাঁর চক্ষুচড়কগাছ৷। পরে টুইটারে ওই চায়ের বিলের ছবি পোস্ট করে জনৈক ট্রেনযাত্রী লেখেন, ‘চায়ের দাম ২০ টাকা৷ এর জন্য জিএসটি ৫০ টাকা। সব মিলিয়ে দিতে হল ৭০ টাকা। এটাকে লুট ছাড়া আর কী বলব?’ এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ভারতীয় রেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলতে শুরু করে। যদিও কেউ কেউ জানান, ওই ৫০ টাকা জিএসটি (পণ্য ও পরিষেবা কর) বাবদ তাঁর কাছ থেকে নেওয়া হয়নি। নেওয়া হয়েছে পরিষেবা বাবদ খরচ বা সার্ভিস চার্জ হিসাবে।
এই বিল নিয়ে সমালোচনা শুরু হতেই জবাব দেয় রেল৷ ভারতীয় রেলের তরফে বলা হয়, রেল যাত্রীর থেকে এক পয়সাও বেশি নেওয়া হয়নি। ২০১৮ সালেই একটি নির্দেশিকা জারি করেছিল রেল। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে টিকিট বুকিংয়ের সময়েই যাত্রীদের খাবার বরাত দিয়ে রাখতে হবে। তা না হলে পরে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সেটা এক কাপ চায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ ওই যাত্রীর ক্ষেত্রে তেমনটাই হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
